চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে ৪১ হাজার চাকরি হারিয়েছে অ্যামেরিকার অর্থনীতি।
দেশে ২০২১ সালের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বেকারত্বের হার।
আল জাজিরা জানায়, আমদানীকৃত পণ্যের ওপর শুল্ক ও অভিবাসন নীতির প্রভাবে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে শ্লথ হয়ে গেছে অ্যামেরিকার শ্রমবাজার।
ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স-বিএলএস মঙ্গলবার যে প্রতিবেদন প্রকাশ করে, সে অনুযায়ী, অক্টোবরে এক লাখ পাঁচ হাজার চাকরি কমানোর পর নভেম্বরে ৬৪ হাজার কর্মসংস্থান করে অ্যামেরিকার অর্থনীতি।
প্রতিবেদন অনুযায়ী, অ্যামেরিকায় বেকারত্বের হার বেড়ে চার দশমিক ছয় শতাংশে দাঁড়ায়, যেটি সেপ্টেম্বরে ছিল চার দশমিক চার শতাংশ।
শাটডাউনের কারণে অ্যামেরিকা সরকার অক্টোবর ও নভেম্বরে অর্থনীতির অবস্থা নিরূপণে গুরুত্বপূর্ণ ডেটা সংগ্রহ করতে পারেনি। এ ডেটার মধ্যে রয়েছে অক্টোবরের বেকারত্বের হার।
এক লাখ ৬২ হাজার ফেডারেল কর্মীর চাকরি হারানোর বিষয়টির প্রতিফলন ছিল অক্টোবরের কর্মী ছাঁটাইয়ে, যাদের চুক্তি শেষ হয় সেপ্টেম্বরে।
নভেম্বরে চাকরি হারান আরও ছয় হাজার কর্মী, তবে কর্মীর সংখ্যার বৃদ্ধি দেখা যায় স্বাস্থ্যসেবা, সামাজিক সহায়তা ও নির্মাণ খাতে।
স্বাস্থ্যসেবায় ৪৬ হাজার নতুন কর্মী যুক্ত হন। বিগত ১২ মাসের প্রতিটিতে এ খাতে গড়ে ৩৯ হাজার কর্মী নিয়োগ হয়।
নির্মাণ খাতে ২৮ হাজার কর্মসংস্থান হয়, যা গত এক বছরের গড় বৃদ্ধির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এর বাইরে সামাজিক সহায়তা খাতে ১৮ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়।
এদিকে পরিবহন ও ওয়্যারহাউজিং খাতে চাকরি হারান ১৮ হাজার কর্মী।