লেব্রন জেমসের ছেলের কার্ডিয়াক অ্যারেস্ট

টিবিএন ডেস্ক

জুলাই ২৫ ২০২৩, ১৮:২০

এনবিএ তারকা লেব্রন জেমসের ছেলে ব্রনি জেমস। ছবি: সংগৃহীত

এনবিএ তারকা লেব্রন জেমসের ছেলে ব্রনি জেমস। ছবি: সংগৃহীত

  • 0

অ্যামেরিকার ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বাস্কেটবল অনুশীলনের সময় কার্ডিয়াক অ্যারেস্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে এনবিএ তারকা লেব্রন জেমসের ছেলে ব্রনি জেমসকে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে যে, জেমসের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘অনুশীলনের সময় ব্রনি জেমসের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। মেডিকেল কর্মীরা দ্রুততম সময়ে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যেতে সক্ষম হন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।’

বৈদ্যুতিক ব্যাঘাতে হৃদযন্ত্র হঠাৎ বন্ধ হয়ে গেলে কার্ডিয়াক অ্যারেস্ট ঘটে। দ্রুত চিকিৎসা না হলে এ থেকে মারাত্মক কিছু ঘটে যেতে পারে। অ্যামেরিকায় হাসপাতালের বাইরে প্রতি বছর সাড়ে তিন লাখেরও বেশি কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনা ঘটে।

লেব্রন ও তার স্ত্রী সাভানা ইউএসসি মেডিকেল টিমকে খেলোয়ারদের সুরক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেয়ায় প্রশংসা জানিয়েছেন।

লস অ্যাঞ্জেলেসের সিয়েরা ক্যানিয়ন হাই স্কুল থেকে ১৮ বছর বয়সী ব্রনি স্নাতক শেষ করে ইউএসসির বাস্কেটবল দলে নতুন খেলোয়ার হিসেবে যোগ দিয়েছেন। ৬ ফুট ৩ ইঞ্চি লম্বা ব্রনি গার্ড পজিশনে খেলেন। ম্যাকডনাল্ডস অল-অ্যামেরিকান গেমে মার্চ মাসে দেশের শীর্ষস্থানীয় হাই স্কুলের বাস্কেটবল খেলোয়াড় হিসেবে নজর কাড়েন।


0 মন্তব্য

মন্তব্য করুন