সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘গুণীজন সম্মাননা’ পেয়েছেন সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রাক্তন প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সহধর্মিণী ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুরভি’র প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু।
মহান বিজয় দিবসে মঙ্গলবার এই সম্মান জানিয়েছে ধানমন্ডি সোসাইটি।
‘শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা’ স্লোগানকে ধারণ করে রাজধানীর ধানমন্ডির ৪ নম্বর খেলার মাঠে দুই দিনব্যাপী ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব’ হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের মা হলেন সৈয়দা ইকবাল মান্দ বানু।
তিনি ১৯৭৯ সালে ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন।
গত ৪৬ বছরে প্রায় ২৮ লাখ শিশু-কিশোরকে সুশিক্ষায় সহায়তা করেন সৈয়দা ইকবাল মান্দ বানু।
তিনি দেশের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠা করেন ‘সুরভি’।
১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি মাত্র একজন ছাত্রী নিয়ে সুরভির যাত্রা শুরু হয়। বিগত ৪৬ বছরের কঠোর পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটি অসংখ্য শিশু-কিশোরের জীবন উজ্জ্বল করেছে।