নিউ ইয়র্ক সিটিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ সিটিভিত্তিক কোম্পানি এসএএস রিটেইল সার্ভিসেস। খাদ্য ও পানীয় শিল্পের কোম্পানিটি দিচ্ছে ৬৫ হাজারের বেশি টিমমেট এবং ৪০টির বেশি দেশে চার হাজারের বেশি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ। এ চাকরিতে লাগবে না কোনো অভিজ্ঞতা।
প্রতিষ্ঠানের নাম: এসএএস রিটেইল সার্ভিসেস
পদের নাম: ট্রাভেলিং রিটেইল মার্চেন্ডাইজার
পদসংখ্যা: নির্দিষ্ট নয়
চাকরির ধরন: পার্ট টাইম
অভিজ্ঞতা: নিষ্প্রয়োজন
প্রার্থীর ধরন: ১৮ বা তার বেশি বয়সী। ক্রেতাদের সঙ্গে মিথস্ক্রিয়ায় স্বাচ্ছন্দ্য বোধ করা এবং বন্ধুত্বপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতাসম্পন্ন। শারীরিক কর্মকাণ্ড বা চলাচলে সক্ষম। ৫০ পাউন্ড নাগাদ তোলায় সক্ষম।
বেতন: ঘণ্টায় ১৭ ডলার
অন্যান্য সুবিধা: চিকিৎসা, দন্ত্য ও চক্ষুসেবা, লাইফ ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েট পার্কসের মাধ্যমে ডিসকাউন্টের সুযোগ।
কর্মস্থল: ব্রুকলিন, নিউ ইয়র্ক সিটি
আবেদনের নিয়ম: আগ্রহীরা জিপরিক্রুটার-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: জিপরিক্রুটার