হানেদা এয়ারপোর্টের ট্যাক্সিওয়ের কাছে শনিবার রাত ১১টার দিকে ‘ইভা এয়ার’ ও ‘থাই এয়ারওয়েজ’-এর দুটি যাত্রীবাহী বিমানের ধাক্কা লাগে। ইভা এয়ার বিমানে যাত্রী ও ক্রুসহ ছিলেন ২০৭ জন, অন্যদিকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ছিলেন ২৬৪ জন। সংঘর্ষের পর রানওয়েটি বন্ধ করে দেয়া হয়।
এনএইচকে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, থাই বিমানের ডানার একটি অংশ ভেঙে রানওয়েতে পড়ে আছে। বিমানবন্দর কর্মীরা ধ্বংসাবশেষগুলো পরিষ্কার করছেন।
ঘটনার বিস্তারিত জানাতে কাজ করছে টোকিও অ্যাভিয়েশন অফিস অফ দ্য মিনিস্ট্রি অফ ল্যান্ড, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম (এমএলআইটি)।