এপস্টিন নিয়ে প্রতিবেদন
ওয়াল স্ট্রিট জার্নালের নামে ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের মামলা ট্রাম্পের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯ ২০২৫, ০:৫৪

হোয়াইট হাউসের স্টেইট ডাইনিং রুমে শুক্রবার রিপাবলিকান সিনেটরদের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: অ্যানাবেল গর্ডন/রয়টার্স

হোয়াইট হাউসের স্টেইট ডাইনিং রুমে শুক্রবার রিপাবলিকান সিনেটরদের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: অ্যানাবেল গর্ডন/রয়টার্স

  • 0

ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে রয়টার্স জানায়, ২০০৩ সালে এপস্টিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা পাঠান ট্রাম্প। এতে যৌন ইঙ্গিতপূর্ণ অঙ্কনের পাশাপাশি দুজনের মধ্যে বিনিময় হওয়া গোপন বিষয়ের রেফারেন্স ছিল।

ধনী অর্থদাতা ও শিশুদের সঙ্গে যৌন অপরাধে দোষী জেফরি এপস্টিন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের জেরে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং সংবাদমাধ্যমটির মালিকপক্ষ ও একাধিক সাংবাদিকের নামে শুক্রবার মামলা করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এতে কমপক্ষে ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছেন তিনি।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে রয়টার্স জানায়, ২০০৩ সালে এপস্টিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা পাঠান ট্রাম্প। এতে যৌন ইঙ্গিতপূর্ণ অঙ্কনের পাশাপাশি দুজনের মধ্যে বিনিময় হওয়া গোপন বিষয়ের রেফারেন্স ছিল।

বার্তা সংস্থাটি আরও জানায়, ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে মামলাটি করেন প্রেসিডেন্ট। এতে বিবাদী করা হয় ডাউ জোনস, নিউজ করপোরেশন, রুপার্ট মারডক ও ওয়াল স্ট্রিট জার্নালের দুজন প্রতিবেদককে।

বিবাদীদের বিরুদ্ধে মানহানির অভিযোগ করে ট্রাম্প মামলায় উল্লেখ করেন, তারা বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন, যার ফলে তার অর্থ ও খ্যাতির ব্যাপক ক্ষতি হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন পুরোপুরি অস্বীকার করেন ট্রাম্প। এ খবরের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

নিউজ করপোরেশনের প্রতিষ্ঠাতা রুপার্ট মারডককে হুঁশিয়ার করে ট্রাম্প মামলার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন।

ওয়াল স্ট্রিটের মূল প্রতিষ্ঠান ডাউ জোনস নিউজ করপোরেশনের একটি বিভাগ।