জ্বলছে বিমান, মৃতদেহ চারপাশে, এর মধ্যেই বেরিয়ে এলেন যাত্রী

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১২ ২০২৫, ১৬:১৪ হালনাগাদ: ডিসেম্বর ৫ ২০২৫, ০:১৩

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানের ১১এ আসনের যাত্রী ছিলেন রমেশ বিশ্বকুমার। কোলাজ: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানের ১১এ আসনের যাত্রী ছিলেন রমেশ বিশ্বকুমার। কোলাজ: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

  • 0

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত বিমান থেকে ছেঁড়া কাপড়ে বেরিয়ে আসছেন রমেশ। তার মুখ বেয়ে পড়ছে রক্ত।

ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে বৃহস্পতিবার বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। দুর্ঘটনার পর কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম সব আরোহীর প্রাণহানির খবর জানায়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবিত বের হয়ে সংবাদের শিরোনাম হন এক যাত্রী।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বিধ্বস্ত বিমানের বিভিন্ন অংশে আগুনের মধ্যে বেরিয়ে আসেন ক্ষতবিক্ষত এক ব্যক্তি। অলৌকিকভাবে বেঁচে ফেরা এ যাত্রীর নাম রমেশ বিশ্বকুমার।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাজ্যের নাগরিক রমেশের আসন নম্বর ছিল ১১এ। ভারতের স্মরণকালের ইতিহাসে অন্যতম ভয়াবহ এ দুর্ঘটনায় তিনি বেঁচে গেলেও প্রাণ হারান বাকি ২৪১ আরোহী।

সাংবাদিকদের যা বললেন রমেশ

রমেশ বিশ্বকুমার স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘উড্ডয়নের ৩০ সেকেন্ডের মধ্যে বিকট শব্দ শোনা যায়। আমার পাশে অনেক মৃতদেহ ছিল।

‘আমি আতঙ্কিত হয়ে পড়ি। আমি উঠে দৌড় দিই। বিমানের খণ্ডাংশ ছিল সর্বত্র।’

নাটকীয়ভাবে প্রাণ নিয়ে ফেরা এ যাত্রী আঘাত পেয়েছেন বুক, চোখ ও পায়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত বিমান থেকে ছেঁড়া কাপড়ে বেরিয়ে আসছেন রমেশ। তার মুখ বেয়ে পড়ছে রক্ত।

ভারত থেকে যুক্তরাজ্যে পাড়ি দেওয়া রমেশ গত ২০ বছর ধরে বাস করছেন লন্ডনে। তার স্ত্রী ও সন্তান রয়েছে। জন্মের দেশ থেকে বর্তমান দেশে ফেরার পথে মৃত্যুকে কাছ থেকে দেখে এসেছেন তিনি।

ধ্বংসস্তূপ থেকে বের হওয়ার পরপরই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় রমেশকে। তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।