সৌদি আরবের রাজধানী রিয়াদে আনুষ্ঠানিকভাবে গঠন হলো সৌদি বাংলাদেশ স্মার্ট ইনভেস্টর ফোরামের আহ্বায়ক কমিটি।
রিয়াদের অভিজাত আল খই’আম রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়।
কমিউনিটির ক্রীড়া সংগঠক ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী ও কনসালট্যান্ট মনিরুজ্জামান।
রিয়াদের আল ইরফান ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোহাইল উল্যাকে আহ্বায়ক এবং জানা ওশান ট্রেডিং কোম্পানির সিইও হাসান মাহমুদকে সদস্য সচিব করে ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন মুহাম্মদ শোয়াইব, আকসিরুর রহমান, মীর হোসাইন, জামরুল ইসলাম, হাফিজ ইসলাম, শাখাওয়াত হোসেন, হারুনুর রশিদ, মনির হোসাইন, আশরাফুল ইসলাম ও ফেরদৌস আলমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।