নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের একটি সড়কে বন্দুকধারীর গুলিতে এক তরুণ নিহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে পুলিশ।
বাহিনীটির বরাতে এনওয়াই ডেইলি জানায়, দুই তরুণকে গুলি করেন বন্দুকধারী, যার মধ্যে একজন প্রাণ হারান। এ হামলার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।
ঘটনার একটি নজরদারি ভিডিও হাতে আসে ডেইলি নিউজের। এতে দেখা যায়, ক্যানারসির অ্যাভিনিউ এলের কাছে ই. ৯৪তম স্ট্রিটে পার্ক করা সাদা গাড়ির পাশে একদল লোকের সঙ্গে দাঁড়ানো ছিলেন ২১ ও ২৫ বছর বয়সী দুই ভুক্তভোগী। বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে কালো হুডি ও নীল মেডিক্যাল গ্লাভস পরা অজ্ঞাত সন্দেহভাজন স্বাভাবিক গতিবিধি নিয়ে তাদের দিকে এগোন। কয়েক ফুট দূরে গিয়ে কোমরে থাকা হ্যান্ডগান বের করে আটটি গুলি করেন তিনি।
ভিডিওতে দেখা যায়, গুলি ছোড়ার পরপরই লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। তাদের কেউ গাড়ির পেছনে এবং কেউ দাঁতের চিকিৎসকের চেম্বারের কোনায় আশ্রয় নেন।
ফুটেজে আরও দেখা যায়, দলবদ্ধ লোকজনের একজন তাৎক্ষণিকভাবে আশ্রয় নিতে পারেননি। তাকে ফুটপাতে ঢলে পড়তে দেখা যায়।
ঘটনাস্থলে শুক্রবার সকালে শুকিয়ে যাওয়া রক্তের ছোপ পাওয়া যায়।
পুলিশ জানায়, বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ২১ বছর বয়সী ভুক্তভোগীকে মাটিতে পড়ে থাকতে দেখেন। গুলি লাগে তার মাথায়। ২৫ বছরের আরেক তরুণকে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পান তারা।
গুলিবিদ্ধ দুজনকেই নেওয়া হয় ব্রুকডেইল ইউনিভার্সিটি হসপিটালে, যেখানে অপেক্ষাকৃত কম বয়সী তরুণটির মৃত্যূ হয়। তার নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, বেশি বয়সী তরুণটি বেঁচে থাকবেন বলে আশা করা হচ্ছে। ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি তিনি।
পুরো ঘটনা জানার পাশাপাশি হত্যাকারীকে শনাক্তে আরও নজরদারি ভিডিও খুঁজছে পুলিশ।