‘জিমি কিমেল লাইভ!’ নামের এবিসির রাতের শোতে মঙ্গলবার ফিরছেন টেলিভিশন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল।
এবিসির মাতৃ প্রতিষ্ঠান দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ওয়াল্ট ডিজনির বিবৃতিতে বলা হয়, জাতির আবেগঘন মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতিকে আরও উসকে দেওয়া এড়াতে গত বুধবার শোর প্রোডাকশন স্থগিতের সিদ্ধান্ত হয়। কিছু মন্তব্য ‘অনুপযুক্ত সময়ে করা’ এবং ‘অসংবেদনশীল’ মনে হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ওয়াল্ট ডিজনি গত কয়েক দিন জিমি কিমেলের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে এবং এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে শো চালুর বিষয়ে সিদ্ধান্তে আসে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ‘জিমি কিমেল লাইভ!’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
রক্ষণশীল অ্যাকটিভিস্ট চার্লি কার্ক হত্যা নিয়ে মন্তব্যের জেরে শোটি বন্ধ করা হয়।
এর আগে ফেডারেল কমিউনিকেশন্স কমিশন চেয়ারম্যান ব্রেন্ডন কার মন্তব্যের জেরে কিমেলের শো স্থগিতের আহ্বান জানান।
এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায় বিনোদন সংশ্লিষ্ট ব্যক্তি ও টিভির স্ক্রিপ্ট লেখকদের ইউনিয়নগুলো।
শো বাতিল কিংবা এর ফিরে আসা নিয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি জিমি কিমেল।