অনথিভুক্ত অভিবাসীদের বাদ দিয়ে নতুন করে আদমশুমারির জন্য বৃহস্পতিবার কমার্স ডিপার্টমেন্টকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট বলেন, আধুনিক সময়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন ও ব্যাপক সঠিক আদমশুমারি হবে। এ শুমারিতে ২০২৪ সালের নির্বাচনলব্ধ ফল ও তথ্য ব্যবহার করা হবে।
তিনি জানান, অ্যামেরিকায় অবৈধভাবে থাকা লোকজনকে শুমারির গণনায় ধরা হবে না।
আদমশুমারিকে নতুন রূপ দিতে ট্রাম্পের সর্বশেষ চেষ্টার অংশ তার এ ঘোষণা। অ্যামেরিকায় প্রতি ১০ বছরে যে শুমারি হয়, সেটি হাউসে আসন সংখ্যা নির্ধারণের পাশাপাশি ফেডারেল তহবিল বিতরণের ক্ষেত্রে মৌল ডেটা হিসেবে কাজ করে।
ট্রাম্প এমন সময়ে পোস্টটি দিলেন, যখন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে নিজেদের ভালো করার সুযোগ বাড়াতে টেক্সাসের রিপাবলিকানদের আসন পুনর্বিন্যাসের চেষ্টায় তিনি সমর্থন দিয়ে যাচ্ছেন।
সাধারণত শুমারি শেষ হওয়ার পর প্রতি ১০ বছরে একবার আসন পুনর্বিন্যাস করা হয়।
সিএনবিসির ‘স্কোয়াক বক্স’কে মঙ্গলবার দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, টেক্সাসে আরও পাঁচটি আসন রিপাবলিকানদের প্রাপ্য।
টেক্সাসে আসন পুনর্বিন্যাসের এ চেষ্টা চলতি সপ্তাহে বেসামাল পরিস্থিতি তৈরি করে। রিপাবলিকানদের চেষ্টার বিরোধিতা করে ডেমোক্র্যাট বেশ কয়েকজন আইনপ্রণেতা টেক্সাস ছেড়ে চলে যান। এর মধ্য দিয়ে তারা নতুন মানচিত্রের ওপর ভোটাভুটি প্রতিহত করতে চেয়েছেন।
আদমশুমারির ধরন বদলে দেওয়ার চেষ্টা আগেও করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথম মেয়াদে ২০২০ সালে জনগণনায় নাগরিকত্ব নিয়ে একটি প্রশ্ন জুড়ে দিতে চেয়েছিলেন তিনি, তবে সে সময় সুপ্রিম কোর্ট তার সে চেষ্টা আটকে দেয়।
গত বছর ট্রাম্পের নির্বাচনি প্রচারের কেন্দ্রে ছিল যথাযথ আইনি বৈধতা ছাড়া অ্যামেরিকায় বসবাসরতদের গণহারে বিতাড়ন।
আদমশুমারি নিয়ে প্রেসিডেন্টের পোস্টের বিষয়ে জানতে চাইলে সিএনবিসির প্রশ্নের উত্তর তাৎক্ষণিকভাবে দেয়নি কমার্স ডিপার্টমেন্ট।