এক্সিকিউটিভ ম্যানশনের নিরাপত্তায় নিয়োজিত অফিসাররা তাকে কোলে তুলে নিয়ে পৌঁছে দেন মা-বাবার কাছে।
এ ঘটনায় হোয়াইট হাউযের সবচেয়ে কম বয়সী অনুপ্রবেশকারী হলো শিশুটি।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি জানান, ঘটনাটি ঘটে মঙ্গলবার।
তিনি বলেন, ‘হোয়াইট হাউয সিকিউরিটি সিস্টেম উত্তরদিকের বেড়ায় এক অনুপ্রবেশকারীকে দেখতে পায়। সিক্রেট সার্ভিস অফিসাররা দ্রুত সেখানে গিয়ে দেখেন, অনুপ্রবেশকারী কৌতুহলী এক ছোট্ট দর্শনার্থী। তাকে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।‘
কর্মকর্তারা শিশুটির মা-বাবাকে সংক্ষিপ্ত জিজ্ঞাসাবাদও করেন।
নিরাপত্তা লঙ্ঘন হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে হোয়াইট হাউযের বেড়াগুলোর উচ্চতা প্রায় দ্বিগুণ (১৩ ফুট) করা হয়। এরপর হোয়াইট হাউযে প্রথম অনুপ্রবেশ করলো শিশুটি।