এবিসি সেভেন নিউয জানিয়েছে, ব্রুকলিন হাইটসের আটলান্টিক অ্যাভিনিউ ও হেনরি স্ট্রিটের কাছে একটি ইন্টারসেকশনে রোববার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, চালক মদ্যপ অবস্থায় দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন।
ইন্টারসেকশনে পৌঁছালে গাড়িটি ওই নারীকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যায়। এরপর আরেকটি গাড়িকে সেটি ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পুলিশ গিয়ে ওই গাড়ির চালককে গ্রেপ্তার করে।
নিহতের পরিচয় সোমবার সকাল পর্যন্ত জানা যায়নি।