পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যেয়ে আহত হন একাধিক পুলিশ কর্মকর্তা।
সিসিটিভি ফুটেজে দেখা যায় কার্ডিফের ইলি এলাকায় দুটি গাড়িতে আগুন লাগানো হচ্ছে এবং বেশ কজন যুবক ঢাল নিয়ে পুলিশে দিকে ইঁট পাটকেল ও আতশবাজি নিক্ষেপ করছেন। আক্রমণকারীদের অনেকের চেহারা মুখোশে ঢাকা ছিল
স্থানীয় থানা আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে আশঙ্কা করে মঙ্গলবার সকালে থানার বাইরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
সাউথ ওয়েলস পুলিশ অ্যান্ড ক্রাইম কমিশনার অ্যালান মাইকেল বিবিসিকে জানান, পুলিশের ধাওয়ায় দুই কিশোরে মৃত্যুর গুজবের ছড়িয়ে পড়লে দাঙ্গা শুরু হয়।
তিনি যোগ করেন, ‘আমার ধারনা দুই কিশোর একটি বাইক বা স্কুটার চালানোর সময় দুঃখজনকভাবে এই সড়ক দুর্ঘটন ঘটে এবং তাদের মৃত্যু হয়।’
মাইকেল বলেন, প্রায় এক ডজন পুলিশ কর্মকর্তা সংঘর্ষে আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়।