নতুন গিলাফ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন হারাম শরিফের প্রধান ইমাম ড. আব্দুল রহমান আল-সুদাইস।
প্রতি বছর ইসলামি মাসের দুল হিজ্জার নবম দিনে কালো রেশমি কাপড়টি সরিয়ে তার জায়গায় নতুন গিলাফ বসানো হয়, যার নাম ‘কিসওয়া’। হজযাত্রীরা কাবার চারপাশে প্রদক্ষিণের সময় এতে স্পর্শ করে থাকেন।
কিং আবদুল আজিজ কমপ্লেক্সের কাবা দেখভাল কমিটির প্রেসিডেন্ট জেনারেলের সহকারী সুলতান আল-কুরাশি বলেন, কিসওয়ার নিচের অংশটি রাখা হয় পবিত্রতা রক্ষায়।