নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে কমনওয়েলথের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর আহ্বান

বাসস

মে ৭ ২০২৩, ২৩:৩১

কমনওয়েলথ মহাসচিব ব্যারনেস প্যাট্রিসিয়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস

কমনওয়েলথ মহাসচিব ব্যারনেস প্যাট্রিসিয়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস

  • 0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিভিন্ন পর্যায়ের পর্যবেক্ষক পাঠাতে কমনওয়েলথের প্রতি আহ্বান জানিয়েছেন।

কমনওয়েলথ মহাসচিব ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ডে নিজ বাসভবনে প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সেখানেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের আলাপ হয়।

বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রোববার বিকালে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়টি উত্থাপন করেছেন এবং আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য কমনওয়েলথ থেকে বিভিন্ন পর্যায়ের নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর প্রস্তাব দিয়েছেন।’

মোমেন আরও জানান, কমনওয়েলথ মহাসচিব জবাবে বলেছেন, তারা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশকে সাহায্য করতে চান।

মহাসচিব আরও বলেন, নির্বাচনে অংশ নিতে, ফল মেনে নিতে ও ফল প্রকাশের পর সহিংসতায় না যেতে সব রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি দিতে হবে। 

মোমেন বলেন, ‘তারা বলেছে যে, তারা আমাদেরকে সাহায্য করতে চায় এবং আমরা তাদের স্বাগত জানিয়েছি। আমরাও চাই নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক।’

বৈঠকে নির্বাচন ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু, মানসিক স্বাস্থ্য এবং ডিজিটাল কানেক্টিভিটির বিষয় নিয়ে কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন