কে-পপস্টার মুনবিনের রহস্যজনক মৃত্যু

টিবিএন ডেস্ক

এপ্রিল ২০ ২০২৩, ১৪:৪১

কে-পপস্টার মুনবিনের রহস্যজনক মৃত্যু
  • 0

সাউথ কোরিয়ার তরুণ সেলিব্রিটি পপস্টার মুনবিনের মরদেহ তার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন।

সাউথ কোরিয়ার গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, বুধবার রাতে সিউলে নিজ অ্যাপার্টমেন্টে পাওয়া যায় ২৫ বছর বয়সী মুনবিনের মরদেহ।

শিশুশিল্পী হিসেবে ২০০০ সালে শোবিজে পা রাখেন মুনবিন। ২০০৯ সাল পর্যন্ত অভিনয় ও মডেলিং করেছেন। ১৮ বছর বয়সে জনপ্রিয় ব্যান্ডদল অ্যাস্ট্রোতে যুক্ত হন তিনি।

বিটিএস বা ব্ল্যাকপিংক এর মতো আন্তর্জাতিক খ্যাতি না পেলেও নিজ দেশে তারকাখ্যাতি পান এই কে পপস্টার। 


0 মন্তব্য

মন্তব্য করুন