স্টেইট গভর্নর হেনরি ম্যাকমাস্টার বৃহস্পতিবার এ আইনে সই করেন। আইনটি কার্যকর হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিচারক ক্লিফটন নিউম্যান এতে সাময়িক স্থগিত দেন। সুপ্রিম কোর্ট আইনটি পর্যালোচনা করার আগ পর্যন্ত আইনটি স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন তিনি।
আইনটি দ্রুত পর্যালোচনা করার অনুরোধ জানিয়ে সাউথ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার সুপ্রিম কোর্টকে একটি জরুরি আদেন করেছেন।
মানবভ্রূণে সাধারণত ছয় সপ্তাহ পর হৃদস্পন্দন শুরু হয়। আইনটি কার্যকর হলে গর্ভধারণের ছয় সপ্তাহ পর কেউ আর অ্যাবরশন করাতে পারবেন না।
এ আইনে ধর্ষণ ও অজাচারের ক্ষেত্রে অ্যাবরশনের সময়সীমা দেয়া হয়েছে ১২ সপ্তাহ। এছাড়া জরুরি চিকিৎসার ক্ষেত্রে এ নিয়ম শিথিল করা হবে।
সুপ্রিম কোর্ট গত বছর দেশব্যাপী অ্যাবরশন রাইট বাতিলের পর বেশিরভাগ সাদার্ন ইউএস স্টেইট গর্ভপাতের অধিকার সীমিত করেছে। এই আইন প্রণয়নের আগে, সাউথ ক্যারোলাইনায় গর্ভাবস্থার প্রথম ২২ সপ্তাহের মধ্যে অ্যাবরশনের অনুমতি ছিল।