ইউক্রেন প্রেসিডেন্টের মুখপাত্র আন্দ্রিয়ে ইয়ারমাক জানান, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও রকেট ১৬টি অ্যাপার্টমেন্ট ব্লক ও একটি নার্সারি স্কুলসহ বহু ভবন বিধ্বস্ত করেছে। রাশিয়ানরা এস-৩০০ সারফেস টু এয়ার মিসাইল ও উরাগান রকেট দিয়ে এ হামলা চালায়।
কোসতিয়ান্তিনিভকার অবস্থান ক্রামতোর্স্ক ও স্লোভিয়ানস্ক শহরের কাছে। দোনেৎস্ক অঞ্চলে নিয়ন্ত্রণ বজায় রাখতে এ দুটি শহর দখলে নিতে মরিয়া রাশিয়া।
রাশিয়া অধিকৃত মেলিটোপোলও রোববার বিস্ফোরণে কেঁপে ওঠে। শহরের মেয়র ইভান ফেদোরভ জানান, সেখানে রেল ডিপো লক্ষ করে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
মেলিটোপোলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইউক্রেন, কারণ এটি রাশিয়ার সামরিক বাহিনীর জন্য রসদ সরবরাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।