রাজধানীতে পুলিশ, সেনাদের সঙ্গে পাহারায় থাকার ঘোষণা ট্রাম্পের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১ ২০২৫, ২১:৫২

হোয়াইট হাউসের দক্ষিণে ন্যাশনাল মল এলাকায় ১৯ আগস্ট ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ন্যাশনাল গার্ড সদস্যরা। ছবি: এপি/এবিসি নিউজ

হোয়াইট হাউসের দক্ষিণে ন্যাশনাল মল এলাকায় ১৯ আগস্ট ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ন্যাশনাল গার্ড সদস্যরা। ছবি: এপি/এবিসি নিউজ

  • 0

ট্রাম্প বলেন, ‘ন্যাশনাল গার্ড অসাধারণ। তারা চমৎকার কাজ করেছে।’

ওয়াশিংটন ডিসিতে ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী ও ন্যাশনাল গার্ড মোতায়েন পরিস্থিতি দেখতে পুলিশ ও সেনাদের সঙ্গে বৃহস্পতিবার রাতে পাহারায় থাকার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তার মতে, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় বিরাজ করছে অপরাধ সংক্রান্ত জরুরি অবস্থা, যার মোকাবিলা করছে ফেডারেল বাহিনী।

রেডিও উপস্থাপক টড স্টার্নসকে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘আজ (বৃহস্পতিবার) রাতে আমি বাইরে বের হতে যাচ্ছি। আমি মনে করি অবশ্যই পুলিশ ও সেনাদের সঙ্গে। সুতরাং আমরা একটি দায়িত্ব পালন করতে যাচ্ছি।

‘ন্যাশনাল গার্ড অসাধারণ। তারা চমৎকার কাজ করেছে।’

অপরাধ নিয়ন্ত্রণের বাইরে দাবি করে পুলিশকে সহায়তা করতে এক সপ্তাহ আগে রাজধানীতে ন্যাশনাল গার্ড সেনাদের মোতয়েন করেন প্রেসিডেন্ট।

কর্মকর্তারা জানান, ন্যাশনাল গার্ড সেনারা সরাসরি গ্রেপ্তার করছেন না। তারা প্রয়োজনে লোকজনকে আটক করে সংক্ষিপ্ত সময়ের জন্য হেফাজতে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিচ্ছে।

এবিসি নিউজ জানায়, ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অপরাধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার দাবি করলেও মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট প্রকাশিত পরিসংখ্যান বলছে ভিন্ন কথা।

প্রকাশিত হিসাব অনুযায়ী, রাজধানীতে ২০২৪ সালের তুলনায় সহিংস অপরাধ কমেছে ২৬ শতাংশ। অপরাধের এ হার ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন।

রেডিও উপস্থাপক স্টার্নসকে ট্রাম্প জানান, ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন এক ধরনের পরীক্ষা-নিরীক্ষা। একই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে অ্যামেরিকার অন্য নগরগুলোতেও।