স্বাভাবিক জীবন যেন দিন দিন আরও কঠিন হয়ে উঠছে বলিউড সুপারস্টার সালমান খানের জন্য। সিনেমার শুটিং হোক বা কোনো ছবির মুক্তি, প্রতিটি পদক্ষেপে সুরক্ষার মোটা বলয় ঘিরে রেখেছে তাকে। স্বাভাবিক জীবনযাপন যেন কিছুতেই করতে পারছেন না এই তারকা।
মৃত্যুর হুমকি পেয়েছেন সালমান, আর সেই কারণেই কড়া নিরাপত্তা মেনে চলতে হচ্ছে তাকে। তবে এরিমধ্যে সামনে এসেছে বিস্ময়কর এক খবর। অনেকটা চুপিসারেই মুম্বাইয়ের বাড়ি বিক্রি করেছেন সালমান খান।
ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার পালি ভিলেজে অবস্থিত নিজের একটি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন সালমান খান। শিব আস্থান হাইটস’ আবাসনে থাকা এই ফ্ল্যাটটির আয়তন ১,৩১৮ বর্গফুট। সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। ফ্ল্যাটটি ৫ কোটি ৩৫ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা) বিক্রি করেছেন ‘ওয়ান্টেড’ তারকা। চলতি মাসে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে।
সালমান খান বর্তমানে থাকছেন বান্দ্রার বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বর্তমান বাসা থেকে তার বিক্রীত ফ্ল্যাটটির দূরত্ব ২.২ কিলোমিটার। তবে এই ফ্ল্যাট কেন বিক্রি করলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
বর্তমানে নতুন ছবি নিয়ে আলোচনায় আছেন সালমান খান। ভারত-চীন সীমান্তের গলওয়ান উপত্যকায় ২০২০ সালের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ‘ব্যাটল অফ গলওয়ান’। শহীদ কর্নেল বি. সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সালমানকে। ছবিতে তার বিপরীতে থাকছেন চিত্রাঙ্গদা সিং।
সালমান খান অভিনীত সবশেষ সিনেমা ‘সিকান্দার’ গত ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ২০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ‘সিকান্দর’ বক্স অফিসে সাফল্য না পেলেও ‘ব্যাটল অফ গলওয়ান’ ঘিরে আশাবাদী বলিউড।
দীর্ঘ দিন ধরে সালমান খান বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারছেন না। এরই মাঝে ফ্ল্যাট বিক্রির খবর তার ভক্তদের খানিকটা হতাশই করলেন।
তবে বান্দ্রা এলাকায় সালমানের একাধিক সম্পত্তি রয়েছে। তাই এক ফ্ল্যাট বিক্রি করলেও তিনি মুম্বাই ছেড়ে অন্য কোথাও চলে যাবেন না, এমনটাই মনে করছেন ভক্তরা।