আফগানিস্তানে বিস্ফোরণে আহত ১৬

টিবিএন ডেস্ক

মে ২৭ ২০২৩, ১৮:৫২

তালেবানরা আফগানিস্তানের  নিয়ন্ত্রণ নেয়ার পর সেখানে বিস্ফোরণের ঘটনা বেড়েছে। ফাইল ছবি

তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর সেখানে বিস্ফোরণের ঘটনা বেড়েছে। ফাইল ছবি

  • 0

আফগানিস্তানের বাঘলান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন আহত হয়েছেন।

খামা প্রেসের বরাতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নর্থ আফগানিস্তানের বাঘলান প্রদেশের পোল-খোমরি শহরে এ বিস্ফোরণ ঘটে।

আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণের ঘটনা নিয়ে তালেবান কর্মকর্তারা এখনও কোনো মন্তব্য করেননি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীও এর দায় স্বীকার করেনি।

এর আগে দেশজুড়ে একই ধরনের বেশ কিছু বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। 

তালেবান ২০২১ সালের আগস্টে দেশটির নিয়ন্ত্রণ নেয়ার পর আফগানিস্তানে এ ধরনের হামলা বেড়ে চলেছে।


0 মন্তব্য

মন্তব্য করুন