উত্তরায় বিমান বিধ্বস্ত
ভিডিও বার্তায় যে অনুরোধ প্রধান উপদেষ্টার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১ ২০২৫, ১৮:২২ হালনাগাদ: ডিসেম্বর ৩ ২০২৫, ১৪:৫১

ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

  • 0

মর্মান্তিক এ ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমার বলার কোনো ভাষা নেই। কীভাবে শুরু করব, সেটাও বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক। এ রকম একটা কাণ্ড হতে পারে, আমরা কেউ কল্পনা করি না। কারও ধারণার মধ্যে ছিল না, কিন্তু এ অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে।’

রাজধানীর উত্তরায় সোমবার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়ার ঘটনায় দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এতে তিনি হাসপাতালে গিয়ে ভিড় না করার অনুরোধ করেছেন।

বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জন নিহত ও ১৭১ জন আহত হওয়ার খবর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।

মর্মান্তিক এ ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমার বলার কোনো ভাষা নেই। কীভাবে শুরু করব, সেটাও বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক। এ রকম একটা কাণ্ড হতে পারে, আমরা কেউ কল্পনা করি না। কারও ধারণার মধ্যে ছিল না, কিন্তু এ অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে।

‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ কচি শিশুদের ওপরে ঝাঁপিয়ে পড়ল। আগুনে পুড়ে মরল। মা-বাপদের আমরা কী জবাব দেব? কী বলব তাদেরকে? আমরা নিজেদেরকেই তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ চোখে ভেসে উঠছে। সারা জাতি হতভম্ব, বাকরুদ্ধ।’

তিনি বলেন, ‘শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনার রেশ এখনও কাটে নাই। এখনও লাশ আসছে হাসপাতালে। এখনও হাসপাতালে মারা যাচ্ছে। মা-বাপ এখনও খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায়। তাকে আর কোনোদিন চেনা যাবে কি না, যাদের লাশ দেখছি, তাদের মধ্যে আমার সন্তান আছে কি না। পৃথক করার তো কোনো উপায় নাই।

‘এরা আমাদের সবারই সন্তান। হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল। আমরা অবশ্যই তদন্ত করব। তদন্ততে তো আর তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি। সবাই ঝাঁপিয়ে পড়েছে। সকল হাসপাতাল, সকল মানুষ ছুটে আসছে।’

হাসপাতালে গিয়ে ভিড় করা লোকজনের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা সবার কাছে অনুরোধ করছি, হাসপাতালে ভিড় করবেন না। যারা আহত, তাদের জন্য এটা ভালো না। তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কী রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে, তা বলা মুশকিল। কাজেই দূরে থেকে দোয়া করেন সবাই।

‘আমরা বাবা, মা, আত্মীয়-স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে, সবাই আপনাদের সন্তান। নিজেদের মনকে সান্ত্বনা দেবার চেষ্টা করুন। আমরা সবাই নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি।’

রাষ্ট্রীয় শোক দিবস নিয়ে তিনি বলেন, ‘আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল শোক দিবস। আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব, তাদের আত্মার শান্তি কামনা করব।’