ঘরে মা ও ৩ সন্তানের গুলিবিদ্ধ মরদেহ, পুলিশের গুলিতে ‘খুনি’ নিহত

টিবিএন ডেস্ক

মে ৩ ২০২৩, ২৩:০৭

ছবি: ডব্লিউএফটিএস

ছবি: ডব্লিউএফটিএস

  • 0

ফ্লোরিডায় একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে এক নারী ও তার তিন সন্তানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্দেহভাজন হামলাকারী পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, নিহত নারী ওই ব্যক্তির গার্লফ্রেন্ড ছিলেন। 

লেক ওয়েলসের সানরাইয অ্যাপার্টমেন্টসে মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পরিবারটির সদস্যরা ৯১১-এ কল করলে অফিসাররা সেখানে গিয়ে গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান। নিহত নারীর বয়স ৪০; নিহত সন্তানদের বয়স ২১, ১৭ ও ১১ বছর।

পুলিশের বরাতে এবিসি নিউয জানায়, অ্যাল স্টেনসন নামের এক ব্যক্তি মঙ্গলবার ভোর ৫টার দিকে অ্যাপার্টমেন্টে ঢুকে তাদের গুলি করে পালিয়ে যায়। রাতে পুলিশ তল্লাশি চালিয়ে ৩৮ বছর বয়সী স্টেনসনকে সানফোর্ডের স্লাম্বারল্যান্ডের একটি মোটেলে খুঁজে পায়। 

সেখানে অফিসারদের স্টেনসন বলেন, ‘হয় আমাকে মেরে ফেলেন, না হলে আমি নিজেকে মেরে ফেলবো।’ প্রায় এক ঘণ্টা এ নিয়ে পুলিশের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনি মেঝেতে পড়ে থাকা আগ্নেয়াস্ত্র তুলতে গেলে এক কর্মকর্তা গুলি করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


0 মন্তব্য

মন্তব্য করুন