আইডাহোতে গুলি করে ৪ জনকে হত্যা, সন্দেহভাজন আটক

টিবিএন ডেস্ক

জুন ১৯ ২০২৩, ২১:১৯

আইডাহোতে বাড়ির ভেতর ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। ছবি: সংগৃহীত

আইডাহোতে বাড়ির ভেতর ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। ছবি: সংগৃহীত

  • 0

উত্তর আইডাহোর একটি বাড়িতে রোববার রাতে চারজনকে গুলি করে হত্যার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, কউর ডি’ল্যান থেকে ৩৬ মাইল পূর্বের ছোট পাহাড়ি শহর কেল্লোগের সিলাভার ভ্যালির একটি বাড়িতে রোববার রাতে গুলির শব্দের খবর পেয়ে নাইন ওয়ান ওয়ানে কল করা হয়। ওই এলাকাটিতে খনিতে কাজ করা সাবেক কর্মীদের বাস।

ঘটনাস্থলে পৌঁছে আইন কর্মকর্তারা বাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ চারটি মরদেহ উদ্ধার করেন। গুলির ঘটনায় জড়িত সন্দেহে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেন তারা।

আইডাহো স্টেইট পুলিশ জানিয়েছে, কেল্লোগ পুলিশ ডিভিশনের অনুরোধে ঘটনার তদন্তের জন্য ওয়েস্ট ব্রাউন অ্যাভিনিউতে গোয়েন্দা কর্মকর্তা পাঠানো হয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন