হালান্ডের জোড়া গোলে জয় দিয়ে লিগ শুরু ম্যান সিটির

টিবিএন ডেস্ক

আগস্ট ১১ ২০২৩, ২২:৫৩

বার্নলির বিপক্ষে গোল করার পর সতীর্থদের সঙ্গে ম্যান সিটি তারকা আর্লিং হালান্ডের উদযাপন। ছবি: টুইটার

বার্নলির বিপক্ষে গোল করার পর সতীর্থদের সঙ্গে ম্যান সিটি তারকা আর্লিং হালান্ডের উদযাপন। ছবি: টুইটার

  • 0

অনায়াস জয় দিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। শুক্রবার অ্যাওয়ে ম্যাচে বার্নলিকে ৩-০ গোলে হারিয়েছে চ্যাম্পিয়নরা।

দলবদলের বাজারে ব্যস্ত সময় পার করে মাঠে নেমেছিল সিটি। তাদের প্রতিপক্ষ বার্নলি এ মৌসুমেই প্রমোশন পেয়েছে প্রিমিয়ার লিগে। বার্নলির কোচ ভিনসেন্ট কোম্পানি ম্যান সিটিরই সাবেক অধিনায়ক।

পরিচিত প্রতিপক্ষকে নাগালে পেয়েও কোনো বিপর্যয় ঘটাতে পারেনি কোম্পানির দল। একেবারে শুরুতেই পিছিয়ে পড়ে তারা।

ম্যাচের চার মিনিটের সময় রদ্রির অ্যাসিস্ট থেকে গোল করেন আর্লিং হালান্ড। গত মৌসুমে ৩৬ গোল করে সেরা গোলদাতার পুরস্কার পাওয়া এ তারকার এটি ছিল নতুন মৌসুমের প্রথম গোল।

হালান্ড নিজের ও দলের গোলসংখ্যা দ্বিগুণ করে ফেলেন বিরতির আগে। ৩৬ মিনিটে হুলিয়ান আলভারেসের পাস থেকে বল পেয়ে চমৎকার শটে জালে জড়ান এ নরওয়েজিয়ান।

বার্নলির মাঠে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি।

দ্বিতীয়ার্ধেও ম্যাচে নিজেদের প্রাধান্য ধরে রাখে চ্যাম্পিয়নরা। বার্নলিকে পুরো ম্যাচে তেমন কোনো সুযোগই দেয়নি গার্দিওলার সিটিজেনরা।

৭৫ মিনিটে রদ্রির গোলে ম্যাচভাগ্য নিশ্চিত হয়ে যায়। ৩-০ গোলে পিছিয়ে পড়া বার্নলি বাকি ১৫ মিনিটে আর ব্যবধান কমাতে পারেনি।

উলটো ইনজুরি টাইমে লাল কার্ড দেখে আনাস জারুরি মাঠ ছাড়লে, ১০ জনের দলের পরিণত হয় বার্নলি।

বড় জয় দিয়ে লিগ মৌসুম শুরুর পর বৃহস্পতিবার ইউয়েফা সুপার কাপে সেভিয়ার মোকাবিলা করবে সিটি।