ইস্টার সানডেতে যেসব স্টোর বন্ধ, যেগুলো খোলা

টিবিএন ডেস্ক

এপ্রিল ৮ ২০২৩, ২২:২৮

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • 0

ইস্টার সানডের ছুটিতে রোববার বন্ধ থাকবে অ্যামেরিকার বিভিন্ন গ্রোসারি স্টোর। ওয়ালমার্ট ও ক্রোযারের দোকানগুলো খোলা থাকলেও বেশিরভাগ দোকান ৯ এপ্রিল তাদের দরজা বন্ধ রাখবে।

তবে এ দিন কিছু গ্রোসারি স্টোর ও ফার্মেসি খোলা থাকবে।

আলডি, কস্টো, এইচ-ই-বি, ন্যাচারাল গ্রোসারস, পাবলিক্স, স্যাম’স ক্লাব এবং টার্গেটের মতো স্টোরগুলো বন্ধ থাকবে।

তবে খোলা থাকবে বিজে’স হোলসেল ক্লাব, সিভিএস, ডলার জেনারেল, ডলার ট্রি, ফ্যামিলি জেনারেল, রাইট এইড, ট্রেডার জো’স, ওয়ালগ্রিন্স, ওয়ালমার্ট, হোল ফুডস এবং ক্রোযার পরিচালিত দোকানগুলো।

স্টারবাক্স, ম্যাকডোনাল্ডস ও ট্যাকো বিলের মতো ফুড স্টোরগুলো ইস্টার সানডের দিন খোলা থাকবে। তবে কিছু প্রাইভেট ব্রাঞ্চ বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন