
পেট্রল পাম্পে কাজ করতেও প্রস্তুত ছিলেন জনি ডেপ

টিবিএন ডেস্ক
প্রকাশিত: জুন ২৪ ২০২৫, ৮:৩৮
.jpg)
অভিনেতা জনি ডেপ। ছবি: পিপল ডট কম
- 0
হলিউড অভিনেতা জনি ডেপ সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বিচ্ছেদ ও মানহানি মামলা নিয়ে ঘুরেফিরেই শিরোনামে উঠে আসেন।
জনি ডেপ ও অ্যাম্বার হার্ড একসময়কার বহুল আলোচিত জুটি। ২০২২ সালে সিনেমা নয়, বরং সাবেক এই তারকা দম্পতির মামলার শুনানি বিশ্বজুড়ে দর্শকের মনোযোগ কেড়ে নিয়েছিল। সে মামলা শেষ হওয়ার তিন বছর পর বৃটিশ দৈনিক দ্য সানডে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে মামলাসহ নানা প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন অভিনেতা।
২০১৬ সালে সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ আনেন অ্যাম্বার হার্ড। পরে দুটি আলোচিত মামলায় রূপ নেয় এই অভিযোগ। ২০১৮ সালে দ্য সান পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে অ্যাম্বার জানান, জনি ডেপের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন তিনি।
এরপরই মানহানির মামলা করেন ডেপ। সেই মামলার রায় আসে ২০২০ সালে, যেখানে আদালতও জনির বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে রায় দেন। পরিণতিতে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ফ্র্যাঞ্চাইজি থেকে তাকে থেকে বাদ দেয় প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স।
২০২২ সালে ওয়াশিংটন পোস্টে এক কলামে হার্ড নিজেকে ‘গার্হস্থ্য নির্যাতনের প্রতীক; হিসেবে উল্লেখ করলে আরেকটি মামলা করেন ডেপ। সেই মামলার শুনানি ইউটিউবে সম্প্রচার হওয়ার পর বিশ্বজুড়ে শুরু হয় তুমুল আলোচনা।
সানডে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ৬২ বছর বয়সি এই অভিনেতা বলেন, ‘দেখুন, ব্যাপারটা অনেক দূর গড়িয়েছিল। আমি জানতাম, আমাকে নিজের সঙ্গে অনেক সমঝোতা করতে হবে। অনেকে বলছিল, চুপ থাকো, এটা এমনিই থেমে যাবে।” কিন্তু আমি জানি, এটা থামবে না। যদি সত্য তুলে না ধরি, তাহলে সবাই ভাববে আমি আসলেই ওই কাজগুলো করেছি। আমার সন্তানদের, ভবিষ্যৎ প্রজন্মকে সেই দাগ নিয়ে বাঁচতে হবে। সে জন্য আমি ভয় পাইনি।’
ডেপ আরও বলেন, ‘নেতিবাচক প্রচার, বানোয়াট খবর—সব সহ্য করেছি। তবু লড়ে গেছি। আমি ভেবেছিলাম, শেষ পর্যন্ত লড়ব। শেষ পর্যন্ত পেট্রল পাম্পেও যদি কাজ করতে হয়, তাহলেও চলবে। আগে করেছি, আবার করব।’
মামলায় নিজের পক্ষেই বেশির ভাগ রায় পান জনি ডেপ। আদেশে জনির বিরুদ্ধে আনা হার্ডের পারিবারিক নির্যাতনের অভিযোগকে সাজানো বলে উল্লেখ করেছেন আদালত। একই সঙ্গে জনিকে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয় আদালত।
মামলার কয়েক বছর পর ‘ডে ড্রিংকার’ দিয়ে আবারও হলিউডে ফিরছেন ডেপ। ২০২৬ সালে মুক্তি পাবে ‘ডে ড্রিংকার’। পাইরেটস খ্যাত ডেপের কথায়, ‘আমার জীবনে কোনো আক্ষেপ নেই—আগে যা হয়েছে তা নিয়ে ভেবে আর লাভ কী।’