গাজা অভিমুখী নৌবহরটির কয়েকটি নৌযান জব্দ করেছে ইসরায়েল

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১ ২০২৫, ২৩:০৯ হালনাগাদ: ডিসেম্বর ৫ ২০২৫, ০:২৩

বুধবার গাজা অভিমুখে যাত্রারত ত্রাণবাহী নৌবহরটির খণ্ডচিত্র। ছবি: রয়টার্স

বুধবার গাজা অভিমুখে যাত্রারত ত্রাণবাহী নৌবহরটির খণ্ডচিত্র। ছবি: রয়টার্স

  • 0

ফিলিস্তিনি জলসীমায় ইসরায়েলি অবরোধ ভাঙতে ও ত্রাণ পৌঁছে দিতে যাত্রা করে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।' সব ঠিক থাকলে বৃহস্পতিবার গাজা উপকূলে পৌঁছে যেত নৌবহরটি।

ফিলিস্তিনের গাজা উপকূলের উদ্দেশ্যে যাত্রারত ত্রাণবাহী আলোচিত নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র কয়েকটি নৌযান জব্দ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার রাতে ইসরায়েলের বিশটি জাহাজ নৌবহরটিকে চারপাশ থেকে ঘিরে ধরে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, ইতিমধ্যে নৌবহরের বেশ কয়েকটি নৌযান ও যাত্রীদের আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ফ্লোটিলার যাত্রী ও আয়োজকদের মধ্যে কয়েকজন সংবাদমাধ্যমকে জানান, ‘আক্রমণের আগে সেনা সদস্যরা সাইবার হামলা করে। ফলে আমাদের নৌযানগুলোর মধ্যকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।'

যাত্রীরা আরও বলেন, ‘ঠিক কতগুলো নৌকা এবং যাত্রীকে ইসরায়েল আটক করেছে তা নিশ্চিত নয়। আটক করা সহযোদ্ধাদের উদ্ধারের চেষ্টা চলছে।'

উল্লেখ্য, ফিলিস্তিনি জলসীমায় ইসরায়েলি অবরোধ ভাঙতে ও ত্রাণ পৌঁছে দিতে ৪০ টি বেসামরিক নৌযান ও বিভিন্ন দেশ থেকে যোগ দেওয়া ৫০০ জন যাত্রী নিয়ে যাত্রা করে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।‘ সব ঠিক থাকলে বৃহস্পতিবার গাজা উপকূলে পৌঁছে যেত এ নৌবহর।

জলপথে এ আক্রমণের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করেননি।

তবে নৌবহর জব্দের আগে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতা জারি করে গাজা অভিমুখে যাত্রায় নিষেধ করেছিল।