যুদ্ধ বন্ধে কায়রোতে শুরু হলো ইসরায়েল-হামাস বৈঠক

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৬ ২০২৫, ১৪:২৮ হালনাগাদ: নভেম্বর ১২ ২০২৫, ১২:৪২

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা। ছবি: রয়টার্স

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা। ছবি: রয়টার্স

  • 0

গাজা ও ইসরায়েলে যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বৈঠকটি শুরু হয়েছে।

গাজায় যুদ্ধ বিরতি, বন্দী বিনিময় ও হামাসকে নিরস্ত্রীকরণের প্রস্তাব প্রসঙ্গে বৈঠকে বসেছে ইসরায়েল-হামাস।

সোমবার মিসরের কায়রোতে এ বৈঠক শুরু হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাজা ও ইসরায়েলে যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বৈঠকটি শুরু হয়েছে।

বৈঠকে ইসরায়েলি প্রতিনিধি দলে রয়েছেন গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেতের কর্মকর্তারা, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, পররাষ্ট্র উপদেষ্টা ওফির ফাল্ক এবং জিম্মি বিষয়ক সমন্বয়ক গাল হির্শ। তবে ইসরায়েলের প্রধান আলোচক রন ডারমার আগামী সপ্তাহে বৈঠকে যোগ দিবেন বলে সংমাধ্যমকে জানায় তিনজন ইসরায়েলি কর্মকর্তা।

হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির নির্বাসিত নেতা খালিল আল হাইয়া।

এছাড়াও অ্যামেরিকার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জেরেড কুশনার।

বৈঠক প্রসঙ্গে রোববার হামাস এক বিবৃতিতে জানায়, হামাস প্রতিনিধিরা বৈঠকে ইসরায়েল বন্দী বিনিময় প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করবে তার স্পষ্ট আলোচনা চাইবে। পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা বাহিনীর প্রত্যাহার ও যুদ্ধ বিরতির নিশ্চয়তা চাইবে।

তবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং ইসরায়েলি বাহিনী কর্তৃক দখল বন্ধ না হবার আগে নিরস্ত্রীকরণ প্রস্তাব রক্ষা সম্ভব নয় বলে এরই মধ্যে জানিয়েছে হামাস।

নিরস্ত্রীকরণ প্রস্তাবের মতো অমীমাংসিত বিষয় থাকা সত্ত্বেও কায়রোতে শুরু হওয়া এ বৈঠককে সফল পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প।

ফিলিস্তিনের অফিশিয়াল কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, বন্দীদের ফেরত দেওয়ার পর ইসরায়েল কথা রক্ষা করবে কিনা এ নিয়ে সন্দিহান হামাস। দুই পক্ষের মধ্যে বিদ্যমান অবিশ্বাস বৈঠকটি পুরোপুরি ব্যর্থ করে দিতে পারে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ফিলিস্তিনিরা মনে করছেন দ্রুত এ বৈঠক সম্পন্ন হলে আশার আলো হয়তো আসতে পারে। এছাড়া মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া ছাড়া আর পথ খোলা থাকবে না।

গাজা স্বাস্থ্য সংস্থার হিসেব অনুসারে, দুই বছর ধরে চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে এখন পর্যন্ত ২২ লাখ ফিলিস্তিনি গৃহহীন ও ৬৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।