৭২ ঘণ্টার ব্যবধানে ৬ দেশে ইসরায়েলের হামলা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১ ২০২৫, ৭:৩৭

কাতারের পাশাপাশি গত ৭২ ঘণ্টার ব্যবধানে তেল আবিব ছয়টি দেশের ওপর হামলা চালায়। ছবি: আল জাজিরা

কাতারের পাশাপাশি গত ৭২ ঘণ্টার ব্যবধানে তেল আবিব ছয়টি দেশের ওপর হামলা চালায়। ছবি: আল জাজিরা

  • 0

বুধবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত এক মাসের মধ্যে এদিন দ্বিতীয়বার সানার বিমানবন্দরে হামলা চালানো হয়।

কাতারের রাজধানী দহায় মঙ্গলবার হামলা চালায় ইসরায়েল। যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার সময় হামাস নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

আল জাজিরা জানায়, ইসরায়েলের হামলায় ছয়জন নিহত হন। যার মধ্যে রয়েছে- হামাসের সিনিয়র নেতা খলিল আল হায়ার ছেলে, তিনজন দেহরক্ষী এবং কাতারের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা। যদিও হামলা থেকে বেঁচে যান আলোচনার টেবিলে অংশ নেওয়া নেতারা।

কাতারের পাশাপাশি গত ৭২ ঘণ্টার ব্যবধানে তেল আবিব ছয়টি দেশের ওপর হামলা চালায়। যার মধ্যে রয়েছে- ফিলিস্তিন, সিরিয়া, তিউনিশিয়া, লেবানন, কাতার ও ইয়েমেন। গত সোমবার থেকে এই হামলা শুরু করে ইসরায়েল। গত সোমবার থেকে এই হামলা শুরু করে ইসরায়েল। এদিন গাজায় ইসরায়েলি হামলায় ১৫০ জন নিহত এবং ৫৪০ জন আহত হয়।

সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে পূর্বাঞ্চলীয় লেবানের বেক্কা এবং হারমেল জেলায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে পাঁচজন নিহত হয়। মঙ্গলবারও লেবাননের বারজাতে হামলা চালায় ইসরায়েল। এ হামলায় হিজবুল্লাহর একজন সৈন্য নিহত হন।

এদিকে সোমবার রাতে সিরিয়ার একাধিক স্থানে হামলা চালায় ইসরায়েল। বিশেষ করে সিরিয়ার বিমানবাহিনীর ঘাঁটি, বাড়িঘর এবং মিলিটারি ব্যারাকের ওপর হামলা চালানো হয়।

এদিকে বুধবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত এক মাসের মধ্যে এদিন দ্বিতীয়বার সানার বিমানবন্দরে হামলা চালানো হয়।

এই হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন।