ইসরায়েলের হামলার জবাবে দেশটিকে লক্ষ্য করে ইরান একশর বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে হারেৎজে।
ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ইসরায়েলজুড়ে সাইরেন সক্রিয় করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি-আইআরএনএর বরাত দিয়ে সিএনএন জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি হামলার বদলা নেওয়া শুরুর কথা জানিয়েছে তেহরান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস-আইডিএফ জানিয়েছে, ইরানের অস্ত্রের হামলার মুখে গোটা ইসরায়েল।
ঘটনাস্থলে থাকা সিএনএনের প্রতিবেদকরা জানান, ইসরায়েলের তেল আবিবে বিশাল বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।
এদিকে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে বাহিনীটি।
অন্যদিকে আইডিএফের বিবৃতিতে জানানো হয়, ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।
আইডিএফ সাধারণ লোকজনকে আশ্রয়ে থাকতে বলেছে।
ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র মজুত ক্ষেত্র, বিজ্ঞানী ও জেনারেলদের ওপর শুক্রবার শুরুর সময়ে হামলা করে ইসরায়েল।
দেশটির এ সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের সূচনা করে, যার অংশীদার হয়ে যেতে পারে অ্যামেরিকা। ফলে পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের চুক্তির আশা শেষ হয়ে যাবে।
এ হামলা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরান সরকারের ওপর একক সবচেয়ে বড় ধাক্কা। এটি এখনও শেষ হয়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, অভিযান অন্তত কয়েক দিন চলবে বলে আশা করা হচ্ছে।
হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে চায় ইসরায়েল।
দেশটির কয়েকজন কর্মকর্তা জানান, সামরিক অভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।