কারিশমা কাপুরের প্রয়াত স্বামীর সম্পদ নিয়ে পরিবারের দ্বন্দ চরমে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬ ২০২৫, ১১:৫৩

মৃত্যুর সময় ৩০ হাজার কোটি টাকার সম্পদ রেখে যান সঞ্জয়। ছবি: বলিউড শাদী'স

মৃত্যুর সময় ৩০ হাজার কোটি টাকার সম্পদ রেখে যান সঞ্জয়। ছবি: বলিউড শাদী'স

  • 0

রানি কাপুর জুন মাসে লন্ডনে তার ছেলের মৃত্যুকে অত্যন্ত সন্দেহজনক এবং ব্যাখ্যাতীত পরিস্থিতিতে বলে অভিহিত করেছেন।

সদ্য প্রয়াত হয়েছেন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুর।

তবে বলিউড অভিনেত্রীর স্বামী হিসেবে পরিচিত হলেও সঞ্জয় কাপুরের আরেকটি পরিচয় তিনি একজন সফল শিল্পপতি। পোলো ম্যাচে অদ্ভুতভাবে মৌমাছি গিলে মৃত্যু হওয়ার সময় সঞ্জয় ছিলেন ৩০ হাজার কোটি টাকার সম্পদের মালিক।

সঞ্জয়ের রেখে যাওয়া কোম্পানি সোনা কমস্টারের মালিকানা নিয়ে এবার তার মা রানি কাপুর এবং বর্তমান স্ত্রী মডেল প্রিয়া সচদেব কাপুরের দ্বন্দ্ব এখন চরমে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সদ্য অনুষ্ঠিত সোনা বিএলডব্লিউ প্রিসিশন ফোরজিংস (সোনা কমস্টার) কোম্পানির বার্ষিক সাধারণ সভা বন্ধ করার চেষ্টা করেছেন রানি কাপুর। তার দাবি ২৩শে জুন সঞ্জয়ের মৃত্যুর পর তাকে জোর করে নথিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়।

তিনি দাবি করেন যে তিনি অটো কম্পোনেন্ট কোম্পানিটিতে কাপুর পরিবারের একমাত্র প্রতিনিধি। তিনি কারও নাম উল্লেখ না করেই বিশেষ কিছু পরিচালক নিয়োগের জন্য প্রস্তাব পাসের বিরোধিতা করেন।

এটিকে সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সচদেব কাপুরকে ইঙ্গিত করেই করা হয় বলে মনে করছেন অনেকে।

কোম্পানিটি ২৫ জুলাই কোম্পানিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানির নন- এক্সিকিউটিভ পরিচালক হিসেবে প্রিয়া সচদেব কাপুরকে নিযুক্ত করে। এসময় কোম্পানির পক্ষ থেকে স্পষ্ট করা হয় ২০১৯ সাল থেকে কোম্পানির শেয়ারহোল্ডার নন রানি কাপুর।

২৪শে জুলাই কোম্পানির বোর্ডকে লেখা রানি কাপুরের চিঠিতে অভিযোগ করা হয়েছে যে, ‘গত মাসে সঞ্জয়ের আকস্মিক মৃত্যুতে পরিবার যখন শোকাহত, তখন কিছু মানুষ পারিবারিক উত্তরাধিকার দখল এবং নিয়ন্ত্রণ দখলের জন্য এই সময়টিকে একটি উপযুক্ত সময় হিসেবে বেছে নিয়েছে।’

রানি কাপুর জুন মাসে লন্ডনে তার ছেলের মৃত্যুকে অত্যন্ত সন্দেহজনক এবং ব্যাখ্যাতীত পরিস্থিতিতে বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন যে তার মৃত্যুর পর বিপর্যস্ত মানসিক অবস্থার মধ্যে তাকে বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়।

তবে রানির দাবিগুলো অস্বীকার করে কোম্পানীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রিয়া সচদেব কাপুরকে মনোনয়নের ভিত্তিতে একজন নিন-এক্সিকিউটিভ পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। স্পষ্টতার জন্য কোম্পানি নিশ্চিত করছে যে সঞ্জয় কাপুরের মৃত্যুর পর কোম্পানি রানি কাপুরের কাছ থেকে কোনও নথি স্বাক্ষর করেনি বা তার কাছ থেকে কোনও নথি গ্রহণ করেনি।

তবে এ বিষয়ে এখনও প্রিয়া সচদেব আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেননি।