দেওয়ানি প্রতারণার মামলা
ট্রাম্পসহ অন্যদের ৫২৭ মিলিয়ন ডলার জরিমানার আদেশ খারিজ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১ ২০২৫, ১৯:৪৯ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ১০:৩২

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: এনবিসি নিউজ

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: এনবিসি নিউজ

  • 0

আদেশে বিচারকরা জরিমানার পরিমাণ ‘অতিরিক্ত’ জানিয়ে বলেছেন, মামলার ভিত্তি নিয়ে তারা দ্বিধাবিভক্ত।

দেওয়ানি প্রতারণার মামলায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ অন্যদের বিরুদ্ধে ৫২৭ মিলিয়ন (৫২ কোটি ৭০ লাখ) ডলার জরিমানার আদেশ বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে নিউ ইয়র্কের আপিল আদালতের বিচারপতিদের একটি প্যানেল।

আদেশে বিচারকরা জরিমানার পরিমাণ ‘অতিরিক্ত’ জানিয়ে বলেছেন, মামলার ভিত্তি নিয়ে তারা দ্বিধাবিভক্ত।

আপিল বিভাগের বিচারপতিদের একজন লিখেন, ট্রাম্প, তার দুই ছেলে, অন্যান্য নির্বাহী ও তাদের কোম্পানির বিরুদ্ধে জরিমানা ‘অতিরিক্ত’। সংবিধানের অষ্টম সংশোধনীতে এ পরিমাণ জরিমানা আদায় বারণ।

নিউ ইয়র্কের একজন বিচারক ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেওয়া আদেশে ট্রাম্পসহ অন্য বিবাদীদের অসদুপায়ে অর্জিত প্রায় ৩৬৪ মিলিয়ন বা ৩৬ কোটি ৪০ লাখ ডলার দিতে বলেন। বিচারক এ অর্থের বিপরীতে কয়েক বছরের সুদসমেত মোট ৫২ কোটি ৭০ লাখ ডলার জরিমানা নির্ধারণ করেন।

বিচারক আর্থার এনগরন তার রায়ে জানান, জরিমানার প্রায় ৯৮ শতাংশ দেবেন ট্রাম্প।

এদিকে বৃহস্পতিবার আপিল আদালতের রায়ের পর নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস এক বিবৃতিতে জানান, স্টেইটের সর্বোচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করবে তার দপ্তর।

রায়ে বলা হয়েছে, নিউ ইয়র্কে কোনো করপোরেশন বা অন্য আইনি সত্তায় তিন বছরের জন্য কর্মকর্তা কিংবা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না ট্রাম্প। তার ছেলে এরিক ট্রাম্প ও ডনাল্ড ট্রাম্প জুনিয়রের ক্ষেত্রে নিষেধাজ্ঞার এ সময় দুই বছর।

অ্যাটর্নি জেনারেলের বিবৃতিতে রায়ের এ দিকটার প্রশংসা করা হয়েছে।