চরম গরম তাপমাত্রার আভাস দেওয়া হয়েছে নিউ ইয়র্ক সিটিতে।
আগামী দিনগুলোতে নগরের তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাতে পারে বলে আভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস-এনডব্লিউএস।
আবহাওয়া সংস্থাটি রবিবার শুরুর সময় থেকে নিউ ইয়র্ক সিটির পাঁচ বরোর জন্য চরম তাপমাত্রার সতর্কবার্তা দিয়েছে। এ অবস্থা কমপক্ষে মঙ্গলবার রাত আটটা পর্যন্ত চলতে পারে।
এনডব্লিউএসের বরাত দিয়ে এনওয়াই ডেইলি নিউজ জানায়, আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রার বিপজ্জনক পরিস্থিতির কথা বলা হয়েছে। সিটির তাপমাত্রা পৌঁছাতে পারে ১০৭ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। সোমবার ও মঙ্গলবার দুপুরের পর থেকে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে থাকতে পারে।
সেন্ট্রাল পার্ক এলাকায় ২০১২ সালের ১৮ জুলাই ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর বাইরে ১৯৫২ সালের পর সেখানে তাপমাত্রা তিন অঙ্কের কোটায় আর পৌঁছায়নি।
সতর্কবার্তায় এনডব্লিউএস জানায়, চরম উত্তাপ ও আর্দ্রতা তাপজনিত অসুস্থতার শঙ্কা উল্লেখযোগ্য হারে বাড়াতে পারে। যারা ঘরের বাইরের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন, তাদের ঝুঁকি সবচেয়ে বেশি।
দ্য ওয়েদার চ্যানেলের খবর অনুযায়ী, নিউ ইয়র্ক সিটিতে তাপপ্রবাহের জন্য দায়ী করা যেতে পারে অ্যামেরিকার পূর্বাঞ্চলের বেশির ভাগ অংশে উচ্চ চাপের বুদবুদ বা হিট ডোমকে।
এ হিট ডোমের ফলে মেঘ সৃষ্টি হতে পারে না। ফলে অনাবৃষ্টিতে প্রখর হয় সূর্যকিরণ। এ ছাড়া এটি আর্দ্রতা পরিস্থিতির অবনতি ঘটায়।
উচ্চ তাপমাত্রার সময়ে লোকজনকে শীতলতার পরশ দিতে কুলিং সেন্টার থাকবে নিউ ইয়র্ক সিটিতে। এগুলোর অবস্থান এবং তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে চলার নির্দেশনা মিলবে nyc.gov/beattheheatওয়েবসাইটে।