প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন যথাযথ প্রক্রিয়া ছাড়া অভিবাসীদের ত্বরিত বিতাড়নের যে সম্প্রসারিত প্রয়োগ করছে, তা শুক্রবার আটকে দিয়েছেন ফেডারেল এক বিচারক।
এর মধ্য দিয়ে রিপাবলিকান প্রেসিডেন্টের গণবিতাড়ন এজেন্ডা সম্ভবত সাময়িক বড় ধরনের খাক্কা খেল।
এবিসি নিউজ জানায়, দেশের অভ্যন্তরে অভিবাসীদের আটকের ক্ষেত্রে খুবই সামান্য যথাযথ প্রক্রিয়া কিংবা কোনো ধরনের যথাযথ প্রক্রিয়ার প্রয়োগ ছাড়া ত্বরিত বিতাড়নকে বেআইনি হিসেবে আদেশ দেন ওয়াশিংটন ডিসিতে ইউএস ডিস্ট্রিক্ট জাজ জিয়া কব।
বিতাড়ন বিতাড়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো অভিবাসীকে অ্যামেরিকা থেকে দ্রুত বের করার সুযোগ পায় ফেডারেল সরকার।
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে সম্প্রতি অ্যামেরিকায় প্রবেশ করা কিংবা দক্ষিণ সীমান্তের কাছে আসা লোকজনের ক্ষেত্রে ত্বরিত বিতাড়ন প্রক্রিয়া প্রয়োগ করা হতো।
বাইডেনের উত্তরসূরি ট্রাম্পের আমলে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিকে দেশের যেকোনো জায়গা থেকে দুই বছরের বেশি সময় ধরে অ্যামেরিকায় না থাকা অভিবাসীদের আটকের সুযোগ করে দেওয়া হয়েছে। যেসব অভিবাসীকে বিতাড়ন প্রক্রিয়ায় রাখার সুযোগও পাচ্ছে ডিপার্টমেন্টটি।
এ প্রক্রিয়ায় মাঝে মাঝে বিচারকের দ্বারস্থ হওয়ার সুযোগও পাচ্ছেন না অভিবাসীরা।
অভিবাসন আদালতের বিচারকরা কোনো অভিবাসীর মামলা খারিজ করে দেওয়ার পর দেশজুড়ে আদালত ভবনগুলোতে দ্রুত বিতাড়ন প্রক্রিয়া প্রয়োগ করা হয়েছে।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে শুনানির পর অভিবাসীদের আটক করে বিতাড়নের কার্যক্রম শুরু করে দেওয়া হয়েছে।