বিয়ের আসরে হৃদরোগে আক্রান্ত বাবা, স্থগিত ভারতীয় ক্রিকেটারের বিয়ে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৩ ২০২৫, ১২:০৬

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সঙ্গীত শিল্পী পলাশ মুচ্ছাল। ছবি: এনডিটিভি

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সঙ্গীত শিল্পী পলাশ মুচ্ছাল। ছবি: এনডিটিভি

  • 0

রবিবার বিকেলেই চার হাত এক হওয়ার কথা ছিল। এর মাঝেই বিয়ের আসরে হঠাৎ হাজির একটি অ্যাম্বুল্যান্স।

মহারাষ্ট্রের সাঙ্গলীতে বসেছিল ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সঙ্গীত শিল্পী পলাশ মুচ্ছালের বিয়ের আসর। খুব ঘনিষ্ঠ পরিজনদের মধ্যে বিয়ে করছেন তারা। রবিবার বিকেলেই চার হাত এক হওয়ার কথা ছিল। এর মাঝেই বিয়ের আসরে হঠাৎ হাজির একটি অ্যাম্বুল্যান্স।

হঠাৎ এবং দুঃখজনক পারিবারিক জরুরি অবস্থার কারণে স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বহুল প্রতীক্ষিত বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানা সাঙ্গলির সামডোলের মান্ধানা ফার্ম হাউসে বিয়ের প্রস্তুতি চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন

প্রথমে শোনা যায়, উপস্থিত অতিথিদের মধ্যে একজন হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। তিনি নাকি হৃদ্‌রোগে আক্রান্ত। তাই অ্যাম্বুল্যান্স আনা হয়। কিছুক্ষণের মধ্যেই জানা যায়, স্মৃতির বাবাই হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। এই ঘটনার জেরে বিয়ে পিছিয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে।

স্মৃতি মান্ধানার ম্যানেজার তুহিন মিশ্র জানান, হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন ক্রিকেট তারকার বাবা। তুহিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সকাল থেকেই শরীর ভাল ছিল না স্মৃতির বাবার। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আপাতত চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।’

বাবার শারীরিক অবস্থা দেখে বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি। বর্তমান পরিস্থিতি নিয়ে তুহিন বলেছেন, ‘মান্ধানা খুব দৃঢ় ভাবে সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে ও বিয়ে করতে চায় না। তাই এই অবস্থায় বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

স্মৃতি এবং পলাশের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল ২৩শে নভেম্বর মহারাষ্ট্রের সাঙ্গলিতে ঘনিষ্ঠ পরিবারের সদস্য এবং ভক্তদের সামনে। বিবাহের অনুষ্ঠানে স্মৃতির সাথে ছিলেন নারী বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অনেক সদস্য।

গত কয়েকদিন ধরে, এই দম্পতির বলিউডের মতো প্রাক-বিবাহ উৎসবের বেশ কয়েকটি ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। এক এক করে হয়েছিল গায়েহলুদ, মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠান। রবিবার বিকেলেই কথা ছিল সাত পাকে বাঁধা পড়ার। তবে, তাদের বিবাহ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে এই দম্পতিকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।