
আইসিইউতে ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার

টিবিএন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭ ২০২৫, ৭:২৩ হালনাগাদ: ডিসেম্বর ৭ ২০২৫, ১১:০৬

মাঠেই চোট পান শ্রেয়াস। ছবি: এপি৭এম
- 0
রিপোর্টে দেখা যায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে ভারতীয় এই খেলোয়াড়ের।
সিডনিতে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ চলাকালীন অ্যালেক্স ক্যারের ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে গুরুতর চোট পান ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শ্রেয়াস আইয়ারের শারীরিক অবস্থা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত কিছু জানায়নি। তবে সংবাদ সংস্থা পিটিআই বলছে, আইসিইউ-তে ভর্তি রয়েছেন শ্রেয়াস।
সংবাদ সংস্থা পিটিআই-কে এক সূত্র জানায়, গত কয়েক দিন ধরে শ্রেয়াস আইসিইউ-তেই আছেন। রিপোর্টে দেখা যায় তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। ফলে ঝুঁকি নেওয়া হয়নি।
ওই সূত্র আরও জানায়, আপাতত শ্রেয়াস আইসিইউ-তেই থাকবেন। দুই থেকে সাত দিন পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হতে পারে। কোন ভাবেই যাতে রক্তক্ষরণের ফলে সংক্রমণ না হয় সে দিকে নজর রাখছেন চিকিৎসকরা।
ক্যারের ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়ার পর মাঠে কিছুক্ষণ চিকিৎসা নেন শ্রেয়াস। তার পর হেঁটেই সাজঘরে ফেরেন এই ক্রিকেটার। তবে এরপরেই তার শারীরিক কিছু সমস্যা দেখা দেয়।
ফলে বোর্ডের মেডিক্যাল দল কোনও ঝুঁকি নেয়নি। সূত্র বলেছে, দলের চিকিৎসক ও ফিজিয়ো সময় নষ্ট করতে চাননি। শ্রেয়াসকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেরি হলে ঝুঁকি বাড়ত। খুব বাজে জায়গায় চোট লেগেছে সহ-অধিনায়কের।
তবে চোটের জায়গা থেকে রক্তক্ষণ হওয়ায় সুস্থ হতে সময় লাগবে। কবে মাঠে ফিরতে পারবেন তাও অনিশ্চিত।
সামনে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে। ওয়ানডে দলের সহ-অধিনায়ক হলেও টি-টোয়েন্টি দলে জায়গা পাননি শ্রেয়াস। তবে আপাতত সাত দিন সিডনির হাসপাতালেই থাকতে হবে তাকে।
তার পর দেশে ফিরতে পারেন তিনি। হয়তো ভারতের টি-টোয়েন্টি দলের সঙ্গেই ফেরানো হবে তাকে। আপাতত চিকিৎসকেরা শ্রেয়াসের রক্তক্ষরণ থামানোর দিকে নজর দিচ্ছেন।