হার্ট অ্যাটাকে বৃহস্পতিবার মৃত্যু হয়েছে ভারতীয় অভিনেতা ও পেশাদার বডিবিল্ডার ভারিন্দার সিং গুমানের।
তার পরিবারের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
গুমানের ম্যানেজার যাদবিন্দর সিং জানান, কাঁধে ব্যথা নিয়ে পাঞ্জাবের অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে যান বডিবিল্ডার।
ভাতিজা আমানজোত সিং গুমান জালান্দার এলাকায় সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে হার্ট অ্যাটাকের শিকার হন অভিনেতা।
৪১ বছর বয়সী অভিনেতা গুমান ২০২৩ সালে সালমান খান অভিনীত ছবি ‘টাইগার-৩’তে কাজ করেছেন। এ ছাড়া ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রোর: টাইগার্স অব সুন্দরবনস’ এবং ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘মারজাভান’ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
এসবের বাইরে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত‘কাবাডি ওয়ান্স অ্যাগেইন’ নামের পাঞ্জাবি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
ছয় ফুট ২ ইঞ্চি উচ্চতার গুমান ২০০৯ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব পান। এ ছাড়া ‘মিস্টার এশিয়া’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি।
পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা গুমান থাকতেন জালান্দার এলাকায়, যেখানে তার মালিকানাধীন একটি জিমনেসিয়াম রয়েছে।
‘ভেজিটেরিয়ান বডিবিল্ডার’ হিসেবে পরিচিত এ ব্যক্তি ফিটনেসের বিষয়ে উদ্যমী ছিলেন। তিনি ইনস্টাগ্রামে নিয়মিত তার শরীরচর্চার ভিডিও শেয়ার করতেন।
পাঞ্জাবে ২০২৭ সালে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন গুমান।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন দলের রাজনীতিকরা।
গুমানকে ‘পাঞ্জাবের গর্ব’ আখ্যা দিযে কেন্দ্রীয় মন্ত্রী রাভনিত সিং বিট্টু বলেন, তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো।