নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজে মেক্সিকোর নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ ধাক্কা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘটনাস্থলের নাটকীয় ভিডিওতে দেখা যায়, সেতুর নিচের অংশে ধাক্কা খায় ২২৭ যাত্রী নিয়ে চলা ‘কুয়াউতেমক’ নামের জাহাজটির মাস্তুল।
নৌ দুর্ঘটনাটি কখন, কেন ঘটেছে এবং এর পরিণতি কী, সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়েছে সিএনএন।
সময়
প্রশিক্ষণ জাহাজটি শনিবার রাতে দুর্ঘটনার শিকার হয় বলে জানান কর্মকর্তারা।
নিউ ইয়র্কের পিয়ার ১৭ থেকে ছাড়ার পর স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটের দিকে এটি সেতুতে ধাক্কা খায়।
কারণ
নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস জানান, জাহাজটি ‘বিদ্যুৎহীন হয়ে’ সেতুতে ধাক্কা দেয়।
এর আগে সিটির কর্মকর্তারা জানান, ‘যান্ত্রিক কারণে’ দুর্ঘটনাটি ঘটতে পারে।
সে সময় তারা সতর্ক করে জানান, তাদের হাতে আসা সব তথ্য প্রাথমিক।
দুর্ঘটনার বিষয়ে তদন্ত চালাচ্ছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।
পরিণতি
মেয়র এরিক অ্যাডামস জানান, দুর্ঘটনায় কমপক্ষে দুজন নিহত হন।
আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা সিএনএনকে জানান, সেতুতে ধাক্কা খেয়ে জাহাজের মাস্তুলগুলোর একটি পড়ে দুজন নিহত হন।
এরিক অ্যাডামস জানান, এ ঘটনায় ১৯ জন আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
অন্যদিকে মেক্সিকোর নৌবাহিনী জানায়, মোট ২২ জন আহত হন, যাদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়।
জাহাজটির মাস্তুল সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খাওয়ার পর ধ্বংসাবশেষ পড়ে পাটাতনের ওপর।
সেতুর অবস্থা কী
মেক্সিকান জাহাজের ধাক্কা খাওয়ার পর ব্রুকলিন ব্রিজের দৃশ্যমান কোনো ক্ষতি হয়নি। ঘটনার পর সেতুর উভয় দিক থেকে যান চলাচল প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল। পরবর্তী সময়ে যান চলাচল শুরু হয়।