বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিক্রয় ও বিপণন কর্মকর্তাদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন-ইমার কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও, হেড অব মার্কেটিং তছলিম চৌধুরী। অন্যদিকে সাধারণ সম্পাদক হয়েছেন জিটিভির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং ফেরদৌস নাঈম পরাগ।
রাজধানীর একটি হোটেলে শনিবার দুপুরে ইমার বার্ষিক সাধারণ সভায় প্রধান কমিশনার সহিদুল ইসলাম এবং নির্বাচন কমিশনার মিনহাজ উদ্দিন ও ডক্টর আল আমিন আগামী দুই বছরের জন্য ২১ সদস্যের কমিটি গঠন করেন।
কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হন ইটিভির জাকারিয়া হোসেন জয়, চ্যানেল আইয়ের জিয়াউল হক সুমন ও স্টার নিউজের জহিরুল ইসলাম।
এ ছাড়া যুগ্ম সম্পাদকের দুই পদে গ্লোবাল টিভির রফিকুল রহমান নিক্সন ও বিজয় টিভির মাহামুদুল হাসান, অর্থ সম্পাদক পদে এটিএন বাংলার আবদুল মালেক, সাংগঠনিক সম্পাদক পদে দুরন্ত টেলিভিশনের আশিকুর রহমান অভী নির্বাচিত হন।
এর বাইরে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জিটিভির দীন ইসলাম তপু, প্রচার-প্রকাশনা সম্পাদক পদে এখন টিভির সরকার হানিফ রাফি, মহিলাবিষয়ক সম্পাদক পদে চ্যানেল আইয়ের লিমা আক্তার শিমু, আইন সম্পাদক পদে এটিএন নিউজের কারিন কামাল এবং দপ্তর সম্পাদক পদে চ্যানেল নাইনের সাইফুল আলম তপু নির্বাচিত হন।
নির্বাহী সদস্যের সাতটি পদে নির্বাচিত হন মাছরাঙ্গা টিভির আবদুস সালাম সোহাগ, একাত্তর টিভির সোহাগ হোসেন, দেশ টিভির আরিফুল ইসলাম রাজীব, এস এ টিভির শাকিলুর রহমান, এশিয়ান টিভির মাহমুদ জনি, ইন্ডিপেনডেন্ট টিভির এস এম জুবায়ের ও ডিবিসি নিউজের কে এম রাশেদুল।
সবার সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান ইমার নবনির্বাচিত সভাপতি তছলিম চৌধুরী।