হার দিয়ে অ্যাশেজ শুরুর পরও নিজস্ব ‘স্টাইলে’ ভরসা ম্যাককালামের

টিবিএন ডেস্ক

জুন ২২ ২০২৩, ০:৪২

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে অনুশীলনের ফাঁকে কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ছবি: টুইটার

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে অনুশীলনের ফাঁকে কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ছবি: টুইটার

  • 0

অ্যাশেজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারেরও পরও ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছেন, খেলার আক্রমণাত্মক ধাঁচ বজায় রাখবে তার দল।

এজবাস্টনে টানটান উত্তেজনার ম্যাচের শেষ দিন টেইলএন্ডের দৃঢ়তায় ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। এরপরই সমালোচকদের তোপের মুখে পড়েন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ও কোচ ম্যাককালাম। বিশেষজ্ঞদের দাবি অতি-আক্রমণাত্মক হতে যেয়ে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে দ্রুত ইনিংস ঘোষণা করেছে।

একই সঙ্গে টেস্টের দুই ইনিংসে ৪.৬১ হারে ওভারপ্রতি রান তুলেছে ইংল্যান্ড। অজিদের রান তোলার হার ছিল সাড়ে তিনের আশেপাশে। এমন ধাঁচ টেস্টের জন্য উপযোগী কিনা এমন প্রশ্নের মুখোমুখি হন ম্যাককালাম।।

উত্তরে তিনি বলেন, আমরা আমাদের স্টাইলে খেলেছি। অস্ট্রেলিয়া নিজেদের স্টাইলে খেলে সন্তুষ্ট ছিল ও সেটাতেই তারা সফল হয়েছে। আমার মনে হয় সেভাবেই তারা পুরো সিরিজে খেলবে। ম্যাচ জিততে পারলে ভালো লাগতো। কিন্তু যেভাবে খেলাটা হয়েছে সেটা আসলে আমাদের খেলার স্টাইলকেই যথার্থ প্রমাণ করে। ভাগ্য সহায় থাকলে হয়তো আমরাই জয়ী হতাম।’

প্রথম ম্যাচের ভুল শুধরে নিতে সাত দিন সময় পাচ্ছেন ম্যাককালাম। ২৮ জুন লর্ডসে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।


0 মন্তব্য

মন্তব্য করুন