দেশব্যাপী নতুন ধরনের ফ্লু সংক্রমণ, প্রাণ গেছে ১৯ হাজার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১ ২০২৫, ১২:৫৯

ফ্লু থেকে সৃষ্ট রোগ প্রতিরোধী ভ্যাকসিনযুক্ত সিরিঞ্জ। ছবি: রয়টার্স

ফ্লু থেকে সৃষ্ট রোগ প্রতিরোধী ভ্যাকসিনযুক্ত সিরিঞ্জ। ছবি: রয়টার্স

  • 0

পরিসংখ্যানের তথ্যের বরাত দিয়ে আইউইটনেস নিউজ জানায়, এ মৌসুমে সারা দেশে অন্তত ৪৬ লাখ অ্যামেরিকান ফ্লু থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪৯ হাজার আক্রান্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন এবং ১৯ হাজার রোগী ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন।

নিউ ইয়র্ক সিটিসহ দেশব্যাপী রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে ফ্লু সংক্রমিত রোগীর সংখ্যা।

সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসির সাম্প্রতিক এক পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য।

সিডিসির তথ্য অনুযায়ী, নিউ ইয়র্ক সিটিতে সবচেয়ে বেশি ফ্লুর সংক্রমণ দেখা গেছে।

এছাড়া অ্যালাবামা, কলোরাডো, কানেকটিকাট, হাওয়াই, লুইসিয়ানা, ম্যারিল্যান্ড, মিনেসোটা, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, অহিও, রোড আইল্যান্ড ও টেক্সাসে লক্ষণীয় মাত্রায় ফ্লু সংক্রমণ থেকে শ্বাস-প্রশ্বাসজনিত রোগের ভুক্তভোগী দেখা গেছে।

অন্যান্য স্টেইটগুলোতেও স্বল্প মাত্রার ফ্লু আক্রান্ত রোগী আছে।

পরিসংখ্যানের তথ্যের বরাত দিয়ে আইউইটনেস নিউজ জানায়, এ মৌসুমে সারা দেশে অন্তত ৪৬ লাখ অ্যামেরিকান ফ্লু থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে ৪৯ হাজার আক্রান্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন এবং ১৯ হাজার রোগী ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন।

সিডিসি আরও জানায়, এ মৌসুমে সংক্রমিত হওয়া ফ্লুটি ভাইরাসের নতুন একটি ধরন, যা বর্তমান ভ্যাকসিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তবে এখনও প্রচলিত ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ও চিকিৎসকরা।

মহামারী বিশেষজ্ঞ জন ব্রাউনস্টেইন এবিসি নিউজকে জানান, ফ্লুর নতুন ধরনটি পুরনো ভাইরাসের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়, কিন্তু এটি এখনও গুরুতর অসুস্থ হওয়া থেকে সুরক্ষা দিবে।