
রাজধানী ঢাকার বুকে একখণ্ড ইসলামপুর

টিবিএন ডেস্ক
প্রকাশিত: মে ১১ ২০২৫, ১৪:০৩ হালনাগাদ: ডিসেম্বর ৮ ২০২৫, ১০:১৭

ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির নতুন কার্য নির্বাহী কমিটির একাংশ। ছবি: সিমিতির ফেসবুক ফেইজ থেকে
- 0
দলমত নির্বিশেষে ইসলামপুরের মাটি ও মানুষের উন্নয়নের কথা বলেন বর্ষীয়ান রাজনীতিবিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এ যেন রাজধানীর বুকে এক খণ্ড ইসলামপুর। সবাই যেন একই গ্রামের বাসিন্দা। যান্ত্রিক জীবনে সবার এ মিলন সম্ভব করেছে ঢাকাস্থ ইসলামপুর সমিতি। যদিও অনুষ্ঠানটি ছিল প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান। রাজধানী ঢাকার সেগুনবাগিচা কচি কাঁচার মিলনায়তনে ইসলাপুরের কৃতি সন্তানরা একে একে আসছেন আর নিজেদের এলাকার বন্ধু বান্ধবদের কাছে পেয়ে বুকে নেটে নিচ্ছেন। অনুষ্ঠানের শুরুতেই তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। সবাই একে অপরে পরিচয় হতে থাকেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যেহেতু অনুষ্ঠানটি পূর্ব নির্ধারিত তাই যথাসময়ে শুরু হয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানের শুরুতে ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক ড. সাইফুল্লাহ বিন আনোয়ারকে সভাপতি নির্বাচিত করা হয়। কিষান ফার্মাভেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ মামুনকে সাধারণ সম্পাদক করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ এস এম আবদুল হালিম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মো. মনজুরুল আহসান খান, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকীসহ প্রমুখ।
নিজ উপজেলাকে কিভাবে জেলার মধ্যে শ্রেষ্ঠ এবং পুরো দেশের মাঝে আদর্শ উপজেলা হিসেবে উপস্থাপন করা যায় সেই পরামর্শ আসে উপস্থিত গুনিজনদের কাছ থেকে। আমন্ত্রিত অতিথিরা ইসলামপুর উপজেলা সমিতি ও ইসলামপুর উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। দলমত নির্বিশেষে ইসলামপুরের মাটি ও মানুষের উন্নয়নের কথা বলেন বর্ষীয়ান রাজনীতিবিদ নজরুল ইসলাম খান। সর্বগ্রাসী যমুনা নদীকে কিভাবে শাসন করে ইসলামপুর উপজের কল্যাণে কাজে লাগানো যায় সেই পরামর্শ আসে জামায়াত নেতা ড. ছামিউল হক ফারুকীর কাছ থেকে। এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সুলতান মাহমুদ বাবু, এস এম আবদুল হালিমসহ প্রমুখ।
অনুষ্ঠানের এক পর্যায়ে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ৩৫ জনের উপদেষ্টা পরিষদ, ১২ জন সহ-সভাপতি, ১৩ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, ১৩ জন সাংগঠনিক সম্পাদক ও ৩১ জন সম্পাদকের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। কমিটি ঘোষণার পর আমন্ত্রিত অতিথিদের সামনে নতুন কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেয়া হয়।