ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নিয়ে মানহানিকর মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের আদালত।
গুজরাটের সুরাটের একটি আদালত রাহুলের উপস্থিতিতে বৃহস্পতিবার এ রায় দেয়। মোদি পদবিটি নিয়ে ২০১৯ সালে একটি নির্বাচনি র্যালিতে মন্তব্য করেন রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, ‘ সব চোরের নামের শেষে কেন মোদি থাকে?’
এ ঘটনার পর রাহুলের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। গুজরাটের সাবেক মন্ত্রী বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি ওই মামলা করেন। তিনি অভিযোগ করেন, গোটা মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল।
চার বছর পর আলোচিত এই মামলার রায় হলো। তবে রায় ঘোষণার পরপরই সাজা দুই মাস স্থগিত করে আদালত রাহুলকে ৩০ দিনের জামিন দিয়েছে। তাকে আপিল করার সুযোগও দেয়া হয়েছে।