বিশ্বের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটিসহ অ্যামেরিকার আইভি লিগের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তির সুযোগ পেয়ে চমক সৃষ্টি করেছেন বাংলাদেশি তরুণ সালমান চৌধুরী।
নিজ মেধায় পূর্ণ বৃত্তিসহ এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তাব পেয়েছেন তিনি।
নিউ জার্সির প্যাটারসনে বাস করা এ তরুণের অভাবনীয় সাফল্য এর মধ্যেই আলোড়ন তুলেছে স্থানীয় গণমাধ্যমে। তাকে সম্মাননা জানিয়েছেন নিউ জার্সি স্টেইটের অ্যাসেম্বলিম্যানসহ অন্য জনপ্রতিনিধিরা।
নিউ জার্সির প্যাটারসনে নিজ বাড়ির সামনে টিবিএন যখন ১৮ বছর বয়সী সালমানের সঙ্গে কথা বলছিল, তখন দেখে বোঝার উপায় ছিল না যে, দুর্দান্ত মেধাবী এ তরুণের অর্জনের খাতা এর মধ্যেই টইটুম্বুর।
অ্যামেরিকার আইভি লিগভুক্ত আটটি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটিতে ভর্তির সুযোগ পাওয়া অনেকের কাছে স্বপ্ন। সে স্বপ্নের সিঁড়ি বেয়ে একে একে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে নিয়েছেন সালমান চৌধুরী।
প্রতিভাবান বাংলাদেশি এ তরুণ ছেলেবেলা থেকেই স্কুলের প্রতিটি ধাপে অবিস্মরণীয় মেধার স্বাক্ষর রাখেন।
তিনি নিউ জার্সি স্টেইটের স্ট্যান্ডার্ডাইজড টেস্টিংয়ে সর্বোচ্চ নম্বর পান। প্যাটারসন একাডেমি ফর গিফট অ্যান্ড ট্যালেন্টেডে পড়াকালীন ছিলেন ভ্যালেডিক্টোরিয়ান।
শুধু পড়ার টেবিলে পড়ে থাকা নয়, স্কুলের রোবোটিকস টিম ম্যানেজার, ফেন্সিং টিমের ক্যাপ্টেনসহ বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জন্ম নেওয়া চট্টগ্রামের ছেলে সালমান চৌধুরী পরিবারসহ অ্যামেরিকায় আসেন ২০০৯ সালে।
তার এ অভাবনীয় অর্জন শুধু পরিবার নয়, নিউ জার্সির বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি আলোড়িত করেছে স্টেইট অ্যাসেম্বলিকেও।
আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা তুলে দেওয়ার সময় জনপ্রতিনিধিরা বলেছেন, আরও সালমান তৈরিতে কাজ করতে হবে স্টেইটকে।