আগামী ৩০ জুন মুক্তি পেতে যাচ্ছে ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অফ ডেসটিনি’। ইন্ডিয়ানা জোনস চরিত্রটি আর্কিওলজি প্রফেসর ড. হেনরি ওয়াল্টন ‘ইন্ডিয়ানা’ জোনস জুনিয়রের দুঃসাহসিক অভিযানের উপর নির্মিত। এ চরিত্রে সবশেষ বারের মতো দেখা যাবে হ্যারিসন ফোর্ডকে।
১৮ মে কান ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ প্রিমিয়ার হয়েছে সিনেমাটির। এরপরপরই সমালোচকদের তোপের মুখে পড়েছে জনপ্রিয় এ সিরিযের সবশেষ পর্ব।
অনেকেই এটিকে ইন্ডিয়ানা জোনস সিরিজের 'সবচেয়ে বাজে' পর্ব হিসেবে উল্লেখ করেছেন। সমালোচকদের দাবি, সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বিশেষ করে সিনেমায় অত্যাধিক কম্পিউটার গ্রাফিকস ও উত্তেজনাহীন কাহিনীকে দায়ি করছেন তারা।
সিনেমা বিষয়ক ওয়েবসাইট রটেন টম্যাটোস-এ ডায়াল অফ ডেসটিনি ৫২ শতাংশ নম্বর পেয়েছে। যা সিরিজের সিনেমারগুলোর মধ্যে সবচেয়ে কম।
ইন্ডিয়ানা জোনসের প্রথম পর্ব ‘রেইডারস অফ দ্য লস্ট আর্ক’ মুক্তি পায় ১৯৮১ সালে, দ্বিতীয় পর্ব ‘দ্য টেম্পল অফ ডুম’ মুক্তি পায় ১৯৮৪ সালে, তৃতীয় পর্ব ‘দ্য লাস্ট ক্রুসেড’ ১৯৮৯ সালে আর চতুর্থ পর্ব ‘দ্য কিংডম অফ দ্য ক্রিস্টাল স্কাল’ মুক্তি পায় ২০০৮ সালে।