অ্যামেরিকার সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শাসনামলে ২০১৭ সালে ইউনেস্কো ইজরায়েলের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে অ্যামেরিকার সদস্যপদ প্রত্যাহার করে নেয়।
প্যারিসভিত্তিক সংস্থাটির গভর্নিং বোর্ড শুক্রবার ১৩২-১০ ভোটে অ্যামেরিকাকে ফের সংস্থাটিতে যোগ দেয়ার প্রস্তাব গ্রহণে সম্মত হয়েছে।
হোয়াইট হাউয জানিয়েছে, সেক্রেটারি অফ স্টেইট অ্যান্টোনি ব্লিনকেন বা তার পরিবর্তে একজন মনোনীত ব্যক্তি আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর আমন্ত্রণ গ্রহণ করলেই সংস্থাটির আনুষ্ঠানিক সদস্য হবে অ্যামেরিকা।
এক বিবৃতিতে ব্লিনকেন বলেন, ‘ইউনেস্কোর ভোটটি অ্যামেরিকান নাগরিকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটি অনেক ইস্যুতেই অ্যামেরিকার নেতৃত্ব পুনরুদ্ধার করবে।
‘ইউনেস্কো আমাদের সদস্যপদের আবেদন গ্রহণ করায় আমি খুবই উৎসাহিত ও কৃতজ্ঞ। সংগঠনটিতে সম্পূর্ণরূপে আবারও যোগ দিতে অ্যামেরিকাকে তারা সাহায্য করবে।’
গভর্নিং বোর্ডের ভোটে অ্যামেরিকাকে ফের সদস্যপদ দিতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া, প্যালেস্টাইন, নর্থ কোরিয়া, বেলারুশ, চায়না, ইন্দোনেশিয়া, ইরান, ইরিত্রিয়া, নিকারাগুয়া ও সিরিয়া।