জর্জিয়ায় ইলেকট্রিক গাড়ির যন্ত্রাংশ বানাবে কোরিয়ান কোম্পানি

টিবিএন ডেস্ক

জুন ৭ ২০২৩, ২০:১৭

লুসিড মোটর্সের তৈরি ইলেকট্রিক গাড়ি। ছবি: টুইটার

লুসিড মোটর্সের তৈরি ইলেকট্রিক গাড়ি। ছবি: টুইটার

  • 0

দক্ষিণ কোরিয়ার উরি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক গাড়ির যন্ত্রাংশ উৎপাদনের জন্য কারখানা তৈরি করছে জর্জিয়ায়। বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে উরি।

জর্জিয়া স্টেইটের ডাবলিনে উরি কারখানা স্থাপনের জন্য ১৮ মিলিয়ন ডলারের বাজেট প্রস্তুত রেখেছে উরি। এ কারখানায় সাধারণ গাড়ি ও ইলেকট্রিক গাড়ির জন্য হিটার ও কন্ট্রোল ইউনিট বানাবে কোরিয়ান কোম্পানিটি।

অ্যামেরিকায় এটিই হতে যাচ্ছে উরির প্রথম কারখানা। দক্ষিণ কোরিয়া ছাড়া চায়না, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারত, স্লোভাকিয়া ও মেক্সিকোতে কারখানা স্থাপন করেছে উরি।

১৩০ জন্য কর্মী নিয়ে শুরু হচ্ছে ডাবলিনের কারখানাটির কার্যক্রম। 

জর্জিয়ায় গাড়ির যন্ত্রাংশের কারখানা স্থাপনকারী নবম কোম্পানি হতে যাচ্ছে উরি। ২০২২ সালে এখানে ৫.৫ বিলিয়ন ডলারের অ্যাসেম্বলিং প্লান্ট স্থাপনের ঘোষণা দেয় আরেক কোরিয়ান কোম্পানি হুন্দাই।

হুন্দাইয়ের কারখানা থেকে ২০২৫ সালে গাড়ি উৎপাদন শুরু হবে।


0 মন্তব্য

মন্তব্য করুন