কেন্টাকিতে ট্রুপারকে গুলি করে গির্জায় গিয়ে দুই নারীকে হত্যা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩ ২০২৫, ২২:৪৫ হালনাগাদ: নভেম্বর ৭ ২০২৫, ১৬:২৭

কেন্টাকির লেক্সিংটন এলাকায় গির্জায় গিয়ে চারজনকে গুলি করেন বন্দুকধারী। ছবি: সিএনএ

কেন্টাকির লেক্সিংটন এলাকায় গির্জায় গিয়ে চারজনকে গুলি করেন বন্দুকধারী। ছবি: সিএনএ

  • 0

কর্মকর্তারা জানান, গির্জায় যাওয়া দুই নারী গুলিতে নিহত হন। এ ঘটনায় আহত হন দুজন পুরুষ, যাদের হাসপাতালে ভর্তি করা হয়।

কেন্টাকিতে রবিবার এক স্টেইট ট্রুপারকে গুলি করে গির্জায় গিয়ে দুই নারীকে হত্যা করেছেন বন্দুকধারী।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

লেক্সিংটন পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তারা রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে জানান, শুরুতে স্টেইটের লেক্সিংটন এলাকার ব্লু গ্রাস এয়ারপোর্টের কাছে পুলিশ ট্রুপারকে গুলি করেন বন্দুকধারী। সেখান থেকে পালিয়ে গির্জায় গিয়ে চারজনকে গুলি করেন তিনি। পরবর্তী সময়ে পুলিশের গুলিতে নিহত হন বন্দুকধারী।

কর্মকর্তারা জানান, গির্জায় যাওয়া দুই নারী গুলিতে নিহত হন। এ ঘটনায় আহত হন দুজন পুরুষ, যাদের হাসপাতালে ভর্তি করা হয়।

তারা আরও জানান, আহত দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অন্যজনের পরিস্থিতি স্থিতিশীল।

কেন্টাকি স্টেইট পুলিশ এক বিবৃতিতে জানায়, রবিবার বেলা ১১টা ৩৬ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। সে সময় একজন ট্রুপারকে গুলি করে পালিয়ে যান সন্দেহভাজন।

লেক্সিংটন পুলিশ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্লু গ্রাস এয়ারপোর্ট সংলগ্ন টার্মিনাল ড্রাইভে ট্রুপারকে গুলি করেন। পরে তিনি পালিয়ে চলে যান রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে।

কেন্টাকি স্টেইট পুলিশ জানায়, গির্জায় গিয়ে সন্দেহভাজনকে পায় স্টেইট ট্রুপার ও লেক্সিংটন পুলিশ সদস্যরা।

দুটি সংস্থাই জানায়, সন্দেহভাজনের প্রাণহানি হয়েছে, তবে সন্দেহভাজনের মৃত্যু কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, গির্জায় গুলিতে কয়েকজন হতাহত হয়েছেন, যাদের ঘটনাস্থলে চিকিৎসা দেন প্যারামেডিকরা।

গুলিতে আহত ট্রুপারকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানায় লেক্সিংটন পুলিশ ডিপার্টমেন্ট।